বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে বাকি আর মাত্র ছয়টি দিন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সেঞ্চুরিয়নে ২৬ শে ডিসেম্বর আরম্ভ হবে। ভারতীয় সময় দুপুর দেড়টায় প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা ওপেনার ও টেস্ট সহ-অধিনায়ক রোহিত শর্মা।
রোহিতের জায়গায় কে কে এল রাহুলের সাথে ওপেন করবেন সেই নিয়ে দেখা গেছে প্রশ্নচিহ্ন। ওপেনার হিসেবে রাহুলের জায়গা নিশ্চিত হলেও রোহিতের জায়গায় ভারতের হাতে থাকছে দুটি অপশন। অনেকেই অবশ্য নির্বাচকদের রোহিতের জায়গায় প্রিয়ঙ্ক পাঞ্চাল-কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত-কে নিয়ে প্রশ্ন তুলেছেন।
রোহিত শর্মার জায়গায় নিশ্চিতভাবেই ওপেন করতে নামবেন ময়ঙ্ক আগরওয়াল। চলতি মাসে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্দান্ত শতরান করেন আগরওয়াল। তার দুর্দান্ত ইনিংসের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন তিনি। টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের নামে ১২০০ এর বেশি রান রয়েছে তার। তিনিই হচ্ছেন প্রথম পছন্দ।
তবে ময়ঙ্ক বা রাহুলের মধ্যে কেউ চোট পেলে তখন কি হবে? সেই প্রশ্নেরও একটি সম্ভাব্য সমাধান রয়েছে। দলে নেই শুভমান গিলের মতো অপশন। সেক্ষেত্রে ভারতীয় দলে হনুমা বিহারী-কে ওপেনার হিসাবে ব্যবহার করতে পারেন কোহলি। তিনি ওপেনার না হলেও দলের প্রয়োজনে আগে ওপেন করেছেন। পরিসংখ্যান বলছে ১২ টি টেস্ট খেলে একটি শতরান সহ ৬২৪ রান করেছেন। তবে একান্ত দরকারেই সেই অপশন ব্যবহার করতে পারে ভারত।