বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল (IPL)। আজ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই দলেই রয়েছে একাধিক তারকা ক্রিকেটার। তবে আজকের ম্যাচে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কাড়তে চলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক তাদের তালিকা।
ঈশান কিশান:
গত বছর আইপিএল থেকে এই তরুণ উইকেট রক্ষকের উত্থান শুরু হয়েছে। মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি যার সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন। জাতীয় দলের হয়েও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিশান। আজকের ম্যাচের ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ঈশান।
সূর্য কুমার যাদব:
বেশ কয়েকটি আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স এর জার্সি গায়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সূর্য। ওয়ানডে সিরিজে প্রথম একাদশে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন সূর্য। আজকের ম্যাচে তিনি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন।
যুজবেন্দ্র চাহাল:
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সফল বোলার হল এই তরুণ ভারতের স্পিনার। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দল এবং আরসিবির হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন চাহাল। সম্প্রতি বেশ কয়েক মাস হয়ে গেল নিজের ফর্মে নেই চাহাল তবে আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করার মধ্যে দিয়ে ফের তিনি ফর্মে ফিরতে পারেন।
গ্লেন ম্যাক্সওয়েল:
মাত্র একটি মরশুম ছাড়া আইপিএলে এই ব্যাটসম্যানকে খুব একটা পারফরম্যান্স করতে দেখা যায়নি। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যাটে বলে মারকাটারি পারফরম্যান্স করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। যার সুবাদে এবার নিলামে বিরাট পরিমান অর্থ খরচ করে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে বেঙ্গালুরু। আজকের ম্যাচে ম্যাক্সওয়েল কেমন পারফরম্যান্স করে সেই দিকেই তাকিয়ে সবাই।