বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পরপর ম্যাচ জিতে চলেছে তারা। বিশ্বকাপের পঞ্চম রাউন্ডের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মুখে হাসি ফুটিয়ে রোহিত শর্মারাই (Rohit Sharma) একমাত্র অপরাজিত রয়েছেন টুর্নামেন্টে। বেশিরভাগ ক্রিকেটার নিজের সবটা দিয়ে চেষ্টা করছেন দলকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার। কারণ এই বিশ্বকাপই হয়তো ওডিআই ফরম্যাটে শেষ কোনও আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে অনেক ক্রিকেটারের কাছে।
এই তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় নাম। বিরাট কোহলি, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং অধিনায়ক রোহিত শর্মাকেও হয়তো আর দেখা যাবে না ওডিআই বিশ্বকাপের মতো মঞ্চে। তাই নিজেদের শেষ মেজর ওডিআই আইসিসি টুর্নামেন্ট জিতে গোটা কেরিয়ারটা স্মরণীয় করে তুলতে চান তারা।
এই বিশ্বকাপে এই সিনিয়র ক্রিকেটাররা প্রত্যেকেই ভালো পারফরম্যান্স করেছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি এক-আধটা ক্ষেত্র বাদ দিয়ে গোটা টুর্নামেন্টে ব্যাটিং-বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে ঝুড়ি ঝুড়ি রান করছেন। দুজনেই একটি করে অসাধারণ শতরান করেছেন টুর্নামেন্টে।
আরও পড়ুন: বিশ্বকাপে চমক! অসাধারণ ফর্মে থাকলেও ওয়ার্নারের কাছে এই সম্মান হাতছাড়া করলেন কোহলি
রবি অশ্বিন এই টুর্নামেন্টে কেবলমাত্র একটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে তিনি যথেষ্ট উজ্জ্বল ছিলেন। কিন্তু এখনও দ্বিতীয়বার মাঠে নামতে দেখা যায়নি তাকে। তবে সুযোগ পেলে তিনি যে হতাশ করবেন না, সেই বিশ্বাসটা সকলের রয়েছে। ভারত বিশ্বকাপ জিতলে তিনিও বিরাট কোহলির মতোই দুইবার বিশ্বকাপ জেতা বিরল ভারতীয় ক্রিকেটার হয়ে উঠবেন।
আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়কের সম্মান বেঁচে গেল
আর রয়েছেন মহম্মদ শামি। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও তাকে প্রাথমিকভাবে সুযোগ দেননি রোহিত শর্মা। তিনি অসাধারণ বোলার তা নিয়ে কোনও সন্দেহই ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট নিয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন। এই বিশ্বকাপ জিততে পারলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি অমর হয়ে যাবেন।