চলতি IPL-এ ছক্কা মারার ক্ষেত্রে বাকিদের পেছনে ফেলে দিয়েছে KKR! ধোনি, কোহলিরা কোথায়?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) ইতিমধ্যেই প্রচুর বড় রানের ম্যাচ দেখতে পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএল ইতিমধ্যে ইতিহাস তৈরি করে সবচেয়ে বেশি ২০০ রানের স্কোর দেখতে পাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরিণত হয়েছে। এর মূল একটা কারণ হলো ইম্প্যাক্ট প্লেয়ারদের উপস্থিতি। চলতি আইপিএলে ব্যাটিং অর্ডার এই নিয়মের কারণে প্রত্যেকটি দলের ক্ষেত্রে অনেক লম্বা হয়ে গিয়েছে। ফলে বেড়ে গিয়েছে ছয়ের সংখ্যাও। চলুন একবার দেখে নেওয়া যাক চলতি আইপিএলে ৩০শে এপ্রিল, রবিবার, রাত সাড়ে ৯ টা অবধি কোন চারটি দল ছক্কা মারার তালিকায় সব থেকে বেশি এগিয়ে রয়েছে।

১. কলকাতা নাইট রাইডার্স: চলতি আইপিএল লাইভ তারা পয়েন্টস টেবিলে প্রচুর পিছিয়ে থাকতে পারে এবং তাদের সামগ্রিক পারফরম্যান্স অনেক খারাপ হতে পারে, কিন্তু ছক্কার কোনও কমতি দেখা যায়নি কলকাতার ব্যাটারদের ব্যাট থেকে। রিঙ্কু সিংয়ের পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ, জেসন রয়, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা মিলে এখনো অবধি টুর্নামেন্টে মোট ৯৪ টি ছক্কা মেরেছেন যা এই আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

csk beats rcb

২. চেন্নাই সুপার কিংস: পরপর দুই ম্যাচ হেরে একটু ধাক্কা খেলেও কলকাতা নাইট রাইডার্স বাদে বাকি সকলের এই তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির প্রতি প্রায় ম্যাচেই শেষ ওভারে মাঠে নেমে একাধিক ছক্কা মারছেন। এর পাশাপাশি শিবম দুবে, ডেভন কনওয়ে, এমনকি অজিঙ্কা রাহানেরাও একাধিক ছক্কা মেরেছেন চলতি আইপিএল। আপাতত ৮৬ ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

vyshak kohli rcb

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আরসিবি প্রতিবছরই এই তালিকায় শীর্ষ ৫ দলের মধ্যে থাকে। বাকি আইপিএলের মতো এই আইপিএলেও তাদের পারফরম্যান্সে কোনও ধারাবাহিকতা নেই। কিন্তু প্রতি ম্যাচেই বেশ কিছু ছক্কা মারছেন তারা। গ্লেন ম্যাক্সওয়েল, ফ্যাফ দু প্লেসিস এবং কিছুটা হলেও বিরাট কোহলি এই তালিকায় তাদের তৃতীয় স্থানে তুলে এনেছে। এই মুহূর্তে টুর্নামেন্টের তাদের মারা ছক্কার সংখ্যা ৭৫।

rr big win

৪. রাজস্থান রয়্যালস: চলতি টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর মধ্যে একটি হলো রাজস্থান। টপ অর্ডারে জস বাটলার, যশস্বী জয়সওয়ালের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে শিমরণ হেটমায়ার, ধ্রুব জোরেলের মতো তারকারা এই তালিকায় রাজস্থানকে উঠে আসতে সাহায্য করেছেন তারাও মোট ৭৫ টি ছক্কা মেরেছেন এখনো পর্যন্ত কিন্তু আরসিবির চেয়ে এক ম্যাচ বেশি খেলায় তাদেরকে এই তালিকায় চতুর্থ স্থান দেওয়া হল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর