বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত এক বছর ধরে ইংল্যান্ড ক্রিকেট টিম দাবি করছে যে টেস্ট ক্রিকেটে তারা এক নতুন ধারার আবিষ্কার করেছেন। সহজ ভাষায় বোঝাতে গেলে তাদের এই নতুন ধারার ক্রিকেট পিচ, পরিস্থিতি বা বোলারদের তোয়াক্কা না করে আগ্রাসী ব্যাটিং করার কথা বলে। ব্র্যান্ডন ম্যাককালামের কোচিং এবং বেন স্টোকসের অধিনায়কত্বের সময়ে চালু হওয়া এই ধারা “ব্যাজবল” নামে পরিচিত হচ্ছে বিশ্ব ক্রিকেটে। কিন্তু আমাদের এই প্রতিবেদন আজকে সেই সমস্ত ক্রিকেটারদের নিয়ে যারা এই নতুন ধারা আবিষ্কার হওয়ার আগেই টেস্ট ক্রিকেটে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করতেন এবং ১০০-এর বেশি স্ট্রাইক রেটে তাদের সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি স্কোর করতে দেখা গিয়েছে।
৫. ব্র্যান্ডন ম্যাককালাম: এই তালিকায় প্রথমেই আসবে নিউজিল্যান্ডের এই তারকা উইকেটরক্ষক ব্যাটারের কথা। যে কোনও ফরম্যাটেই আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করতেন ব্যাজ। নিজের কেরিয়ারে তিনি ৮ বার একশোর বেশি স্ট্রাইক রেটে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
৪. অ্যাডাম গিলক্রিস্ট: অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের কথা কে না জানে। ইনিও আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করতেন যদিও টেস্ট ক্রিকেটে তিনি ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারেই ব্যাটিং করেছেন বেশিরভাগ সময়। তিনিও কেরিয়ারে ৮ বার এই কেরটি গড়েছেন তবে ম্যাককালামের চেয়ে পাঁচটি টেস্ট কম খেলায় তাকে এই তালিকায় চার নম্বরে রাখা হলো।
৩. ডেভিড ওয়ার্নার: বর্তমানে হয়তো তিনি নিজের সেরা ছন্দে নেই, কিন্তু নিজের কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন তার মতো আগ্রাসী ক্রিকেটার খুব কমই দেখেছে ক্রিকেট বিশ্ব। আক্রমণ করে বোলারদের আত্মবিশ্বাস চূর্ণ করে দেওয়ায় বিশ্বাসী ছিলেন ওয়ার্নার। তিনি নিজের কেরিয়ারে ১১ বার ৫০ বা তার বেশি রান করেছেন একশোর বেশি স্ট্রাইক রেটে।
২. কপিল দেব: ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক একরকম ভাবে ব্যাটিং করতে পারতেন আর সেটা হচ্ছে আগ্রাসনের সাথে। বহুবার তার আগ্রাসী ব্যাটিং ভারতকে রক্ষা করেছে টেস্ট ফরম্যাটে। তিনি নিজের কেরিয়ারে মোট ১৩ বার এই কীর্তি করে দেখিয়েছেন।
১. বীরেন্দ্র সেওবাগ: এই তালিকার শীর্ষে তার নাম দেখে কেউই হয়তো বিন্দুমাত্র আশ্চর্য হবেন না। টেস্ট ক্রিকেটে ওপেনারের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন এই ভারতীয় তারকা। বিশ্বের প্রত্যেক ক্রিকেট খেলিয়ে দেশের তারকা বোলারদের বিরুদ্ধে একই রকম আগ্রাসনের সঙ্গে ব্যাটিং করা সেওবাগ নিজের কেরিয়ারে মোট ১৪ বার পঞ্চাশ বা তার বেশি রাগ করেছেন একশোর বেশি স্ট্রাইক রেট বজায় রেখে।