বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কালকে হতে চলেছে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ভারতীয় দলে এমন কয়েক জন ক্রিকেটার রয়েছেন যারা এই ম্যাচে বড় ভূমিকা পালন করতে চলেছেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের তালিকা:-
বিরাট কোহলি:-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 14 টি ম্যাচ খেলে বিরাট কোহলি করে ফেলেছেন 877 রান। 22 টি ইনিংসে বিরাট কোহলির গড় 87.85, সর্বোচ্চ অপরাজিত 254 রান। অর্থাৎ এই ম্যাচে বিরাট কোহলি নিতে চলেছেন বড় ভূমিকা।
ঋষভ পন্থ:-
বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে ঋষভের দ্রুতগতির ইনিংসে ভর করে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে ভারত। বলাবাহুল্য এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন পন্থ।
রবীন্দ্র জাদেজা:-
বর্তমানে সব ফরমেটেই ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করছেন জাদেজা। এছাড়া ফিল্ডিংয়েও জাদেজার যোগদান অনেক ম্যাচের রং পাল্টে দিয়েছে। এই ফাইনাল ম্যাচেও জাদেজা বড় ভূমিকা নিতে চলেছে।
চেতেশ্বর পূজারা:-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 17 টি ম্যাচ খেলে চেতেশ্বর পূজারা করে ফেলেছেন 818 রান। 27 টি ইনিংসে চেতেশ্বর পূজারার গড় 29.21। অর্থাৎ এই ম্যাচে চেতেশ্বর পূজারা নিতে চলেছেন বড় ভূমিকা।
জাসস্প্রীত বুমরাহ:-
ফাইনালে নিউজিল্যান্ডের কুড়িটি উইকেট তুলে নিতে গেলে জাসপ্রিত বুমরার উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বুমরা এই ম্যাচে যত তাড়াতাড়ি উইকেট তুলে নিতে পারবে ততই ম্যাচ নিজেদের দখলে রাখতে পারবে ভারত।