হতে চেয়েছিলেন শেফ, একটি গানই বদলে দেয় জীবন, এখন বলিউড কাঁপিয়ে হলিউডও মাত করছেন এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়ায় প্রতিভার কমতি নেই। এমনিতেই অভিনেতা (Actor) অভিনেত্রীদের শুধুমাত্র অভিনয়টুকু জানলেই চলে না। সঙ্গে নাচ, গানের শিক্ষাটাও থাকতে হয় তাঁদের। পাশাপাশি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে আরো অনেক কাজই শিখে নেওয়া যায়। তবে এই প্রতিবেদনে এমন একজনের কথা বলব যিনি কিনা একাধারে অভিনেতা (Actor), পরিচালক, গীতিকার এবং গায়কও বটে। বলিউড থেকে দক্ষিণী ছবির জগৎ, সর্বত্র রয়েছে তাঁর আনাগোনা। এমনকি হলিউডেও কাজ করে ফেলেছেন এই অভিনেতা!

অভিনয়ে আসার ইচ্ছাই ছিল না এই অভিনেতার (Actor)

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা (Actor) বলা হয় তাঁকে। শুধু ফিল্মি কেরিয়ার নয়, তাঁর বাস্তব জীবনও থাকে একই রকম চর্চায়। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকেই উত্থান তাঁর। ৫০ টির বেশি ছবি রয়েছে তাঁর কেরিয়ারে। এর মধ্যেই চার বার পেয়েছেন জাতীয় পুরস্কার। অথচ জানলে অবাক হবেন, এই তারকার আদৌ অভিনয় জগতে আসার ইচ্ছাই ছিল না।

This actor life changed by a viral song

ইচ্ছা ছিল শেফ হওয়ার: কথা হচ্ছে ধনুষের ব্যাপারে। দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার বলিউডি দর্শকদেরও মোহিত করেছেন তাঁর অভিনয় দিয়ে। তবে প্রাথমিক ভাবে অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা ছিল না ধনুষের। তিনি পড়তে চেয়েছিলেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। হওয়ার ইচ্ছা ছিল একজন শেফ। কিন্তু বড় দাদার চাপের মুখে পড়ে বাধ্য হয়ে অভিনয় জগৎকেই বেছে নেন তিনি।

আরো পড়ুন : এত সাহস! ঐশ্বর্যকে অশালীন স্পর্শ পরিচালক বনশালির, ফুঁসে ওঠেন সলমন

একটি গানই বদলে দেয় সবকিছু: ধনুষের ডেবিউ ২০০২ সালে ‘থুল্লুভাধো ইলামাই’ ছবির হাত ধরে। এই ছবিটি পরিচালনা করেছিলেন তাঁর বাবা কস্তুরী রাজা। প্রথম ছবিটি তুলনামূলক হিট না হলেও পরপর বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করতে থাকেন ধনুষ। তবে অভিনেতার (Actor) জনপ্রিয়তা দীর্ঘদিন পর্যন্ত আটকে ছিল তামিল ইন্ডাস্ট্রিতে। একটি গান তাঁকে রাতারাতি বিশ্বের নজরে এনে দেয়। গানটি ছিল ‘কোলাভেরি ডি’।

আরো পড়ুন : কলকাতায় এসেই বাংলা গানে ডুব, শোয়ের আগে হলুদ ট্যাক্সিতে চেপে কোথায় ঘুরলেন দিলজিৎ?

সেই ২০১১ সালে ভাইরাল হয়েছিল কোলাভেরি ডি। আর এই গানের হাত ধরেই সর্বত্র ছড়িয়ে পড়েছিল ধনুষের জনপ্রিয়তা। এরপর ২০১৩ সালে ‘রানঝানা’ ছবির হাত ধরে বলিউডের দর্শক চিনল অভিনেতা ধনুষকে। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর হিন্দিতে ‘অতরঙ্গি রে’ ছবিতেও অভিনয় করেছেন ধনুষ। পাশাপাশি হলিউডে ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’ এবং ‘দ্য গ্রে ম্যান’ ছবিতেও অভিনয় করেছেন ধনুষ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর