বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে খ্যাতি চিরস্থায়ী নয়। তা ধরে রাখতে হয়। দর্শক, ভক্তদের কাছে কদর যতদিন, খ্যাতির মেয়াদও ততদিন। বলিউডের এমন একজন অভিনেতা (Actor) ছিলেন যিনি কেরিয়ারের শুরুর দিকে দ্রুত উঠেছেন জনপ্রিয়তার সিঁড়িতে। খ্যাতিতে তাঁর ধারেকাছে পৌঁছাতে পারেনি কেউ। কিন্তু তত শীঘ্রই তাঁর পতনও হয়েছিল। বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও শেষ জীবনটা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন অভিনেতা (Actor)।
বলিউডের এই অভিনেতা (Actor) ছিলেন চূড়ান্ত সফল
তাঁকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার। এই তকমাটি প্রথম এই নায়কের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছিল। তিনি রাজেশ খান্না। রাজপুত্রের মতো চেহারা এবং অসাধারণ অভিনয় দক্ষতার জোরে খুব কম সময়েই তিনি ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন। সত্তরের দশকে তিনিই ছিলেন দর্শকদের মনে রোম্যান্সের শেষ কথা।
পরপর হিট ছবি উপহার দেন অভিনেতা: রাজেশ খান্নার অভিনয় কেরিয়ারের শুরু হয় ‘আখরি খত’ ছবির হাত ধরে। তবে ‘আরাধনা’ ছবিটি তাঁকে খ্যাতির শীর্ষে তোলে। ১৯৬৯ থেকে ১৯৭১, তিন বছরে মোট ১৭ টি হিট দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন রাজেশ খান্না। তখন একের পর এক মুক্তি পাচ্ছে ডোলি, বন্ধন, ইত্তেফাক, খামোশি, সফর, কাটি পতঙ্গ, ছোটি বহু, আনন্দ, আন্দাজ, হাতি মেরে সাথীর মতো ছবি। সাফল্যের চূড়ায় ছিলেন অভিনেতা (Actor)।
আরো পড়ুন : শতাব্দীর সেরাদের তালিকায় একমাত্র ভারতীয়, শাহরুখ-অমিতাভকেও টেক্কা দিলেন এই অভিনেতা
হঠাৎ করেই ফ্লপ হন অভিনেতা: তিন বছর লাইমলাইটে থাকার পর প্রথম ধাক্কাটা আসছে ১৯৭১ এ ‘বদনাম ফরিশতে’ ছবির হাত ধরে। সেই প্রথম ফ্লপ হয় রাজেশ খান্নার ছবি। তারপর দু বছরের মধ্যে একের পর এক সাতটি ছবি ফ্লপ হয় তাঁর। অদ্ভূত ভাবে শেষ হয় রাজেশ খান্না যুগ।
আরো পড়ুন : কেমন পাত্রী চাই, জানিয়ে দিলেন দেব, দেখার মতো হল রুক্মিণীর মুখের এক্সপ্রেশন!
আচমকা ব্যর্থতা মেনে নিতে পারেননি অভিনেতা (Actor)। অবসাদে চলে যান তিনি। শোনা যায়, তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনেও সুখ পাননি রাজেশ খান্না। ভেঙে গিয়েছিল তাঁর দাম্পত্য সম্পর্ক। ২০১১ তে ক্যানসার ধরা পড়ে তাঁর। ২০১২ সালে প্রয়াত হন অভিনেতা।