একধাক্কায় TRP তলানিতে, এর মাঝেই ‘পরিণীতা’ ছাড়ছেন নায়ক! কী হবে এবার গল্পে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় যে ধারাবাহিকগুলি জনপ্রিয়তার শীর্ষে থাকে সেগুলির মধ্যে অন্যতম হল ‘পরিণীতা’। জি বাংলার সিরিয়ালগুলির (Serial) মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে শুরুর দিকেই থাকবে এই সিরিয়াল। এই জনপ্রিয়তার উপরে ভর করেই বেশ কয়েক সপ্তাহ ধরেই একটানা টিআরপি শীর্ষে থেকেছে পরিণীতা। তবে গত সপ্তাহে বড়সড় রদবদল হয়েছে টিআরপিতে। প্রথম স্থান খুইয়ে তালিকার নীচে নেমে গিয়েছে ধারাবাহিকটি। আর এবার আরও বড় দুঃসংবাদ এল দর্শকদের জন্য।

পরিণীতা (Serial) গল্পে বড় মোড়

ধারাবাহিক থেকে বাদ পড়তে চলেছেন একজন অতি জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যেই রায়ানের দাদু ওরফে অভিনেতা সুব্রত গুহ রায়ের পোস্টে বেড়েছে জল্পনা। দ্রোণ ভট্টাচার্যের একটি সাদা কালো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গোপাল আর দাদুর এটাই শেষ ছবি। তবে জীবন থেমে থাকে না। দ্রোণকে ভুলবো কী করে, একসাথে মেকআপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কী করে’।

This actor might leave parineeta serial

কী হবে চরিত্রটির: অভিনেতার পোস্ট ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তবে কি গোপাল চরিত্রটিকে কি তবে আর দেখা যাবে না? দর্শকদের একাংশ তেমনটাই মনে করছেন। গল্পে এই মুহূর্তে দেখানো হচ্ছে, গুরুতর অসুস্থ গোপাল। মনে করা হচ্ছে, মৃত্যুর মধ্যে দিয়েই হয়তো গোপাল (Serial) চরিত্রটির সমাপ্তি ঘটবে। কিন্তু তারপর?

আরও পড়ুন : আড়াই ঘন্টায় কলকাতা থেকে পুরী, জানুয়ারি থেকেই চালু বন্দে ভারত স্লিপার, কত হবে ভাড়া?

আগামীতে বড় টুইস্ট: গোপাল চরিত্রটি ফুরিয়ে গেলে তার স্ত্রী রুক্মিণীর কী হবে? নতুন কোনও চরিত্রের আগমন কি হবে গল্পে? উঠছে এমন অনেক প্রশ্ন। এমনিতেই পরিণীতার টিআরপি কমেছে গত সপ্তাহে। এবার গল্পের এই নতুন মোড়ে টিআরপির কী পরিণতি হবে সেটাও একটা বড় প্রশ্ন।

আরও পড়ুন : চিকেন নয়, চিংড়ি দিয়ে বানান এই রেসিপি, মালাইকারি ভুলে সবাই এটাই চাইবে

আগামীতে পরিণীতার গল্পে কী হতে চলেছে সে বিষয়ে এখনও কিছু জানাননি নির্মাতারা। তবে নতুন কোনও চরিত্রের আগমন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।