বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যারা পা রাখেন তাদের অধিকাংশেরই স্বপ্ন থাকে অভিনেতা (Actor) হওয়ার। আবার অনেকে নায়ক হওয়ার লক্ষ্য নিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন খুব কম জনই। অনেকেই স্ট্রাগলের মাঝপথেই হার মেনে নেন। কিন্তু যারা টিকে যান তাদের ভাগ্যেও যে খুব সহজে শিকে ছেঁড়ে এমনটা কিন্তু নয়। বছরের পর বছর ধরে পরিশ্রম করতে করতে জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার পর হয়তো আসে কাঙ্খিত সুযোগ। এমনি একজন অভিনেতার (Actor) সাফল্য কাহিনি রইল এই প্রতিবেদনে।
দু দশক ধরে স্ট্রাগল করেছেন অভিনেতা (Actor)
আরো পাঁচজনের মতো তিনিও দেখেছিলেন অভিনেতা (Actor) হওয়ার স্বপ্ন। কিন্তু রাস্তাটা সহজ হয়নি। লোকের নজরে আসতে আসতে, প্রশংসা পেতে পেতে কেটে গিয়েছে দু দশক। কথা হচ্ছে অভিনেতা (Actor) দীপক দোবরিয়ালের ব্যাপারে। বর্তমানে দর্শক মহলে তাঁরই চর্চা চলছে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘সেক্টর ৩৬’ এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে দেখা গিয়েছে দীপককে। তবে অনেকেই জানেন না, এই মুখ্য চরিত্রে সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ ২০ বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
আরো পড়ুন : মাত্র এই কটা টাকা! জীবনের প্রথম উপার্জন কাকে দিয়েছিলেন রণবীর? চমকে দেবে নামটা
শুরুর দিকে পেতেন ছোট চরিত্র
দীর্ঘ দু দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীপক। কিন্তু এর আগে বরাবর ছোটখাটো চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। প্রথম ছবিতে চাউমিনের লোভ দেখিয়ে অভিনয় করানো হয়েছিল তাঁকে দিয়ে। শুরুর দিকে পরপর চাকরের চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন তিনি। ২০০৬ সালে ‘ওমকারা’ ছবিতে প্রথম নজর কাড়েন অভিনেতা (Actor)।
আরো পড়ুন : গোপনাঙ্গে জড়িয়ে ফণাতলা সাপ! ‘ছোঁবল খাবেন তো’, ভূমিকে নিয়ে চটুল ট্রোল নেটপাড়ায়
অবশেষে পেলেন যোগ্য সম্মান
২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ ছবিতে আর মাধবনের বন্ধু পাপ্পি জি এর চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন দীপক। তবে মুখ্য চরিত্র পেতে পেতে কেটে গেল আরো কয়েকটা বছর। সেক্টর ৩৬ এ তাঁর অভিনয় বহুল প্রশংসিত হচ্ছে। এখন সকলের মুখেই অভিনেতার (Actor) নাম।
দীপক প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা। যেকোনো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেই যে তিনি সাবলীল তা দেখিয়ে দিয়েছেন অভিনেতা। সেক্টর ৩৬ এর পর আরো অন্য চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।