নতুন মেগা আসতেই “ভোল বদল”! রাতারাতি সিরিয়াল “চেঞ্জ” ৪ তারকার, ওলটপালট সব হিসেব

বাংলাহান্ট ডেস্ক : পুরনো সিরিয়াল (Serial) বন্ধের দুঃখ যেমন দর্শকদের মন ভারী করে তোলে। তেমনি আবার নতুন ধারাবাহিক (Serial) শুরুর আনন্দও থাকে। নতুন সিরিয়াল মানে শুধুই তো একটা নতুন গল্প নয়। সেই সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নেয় নতুন নতুন চরিত্র। নায়ক নায়িকাদের পাশাপাশি বিভিন্ন পার্শ্ব চরিত্রগুলিও মন কেড়ে নেয় দর্শকদের।

নতুন সিরিয়ালের (Serial) জন্য ওলটপালট হিসেব

জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। জি তে তিনটি সিরিয়ালের (Serial) পাশাপাশি স্টার জলসাতেও একটি ধারাবাহিক শুরু হয়েছে। নতুন স্লটে জায়গা পেয়েছে ধারাবাহিকগুলি। এর জেরে যেমন কিছু সিরিয়াল (Serial) বন্ধ হয়েছে, কয়েকটি মেগার আবার স্লট বদলও হয়েছে। সঙ্গে হয়েছে আরো বেশ কিছু পরিবর্তন।

This actors entered in new serial

নতুন মেগায় ফিরছেন তারকারা: বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীরা রাতারাতি জুড়ে গিয়েছেন নতুন সিরিয়ালের (Serial) সঙ্গে। জি বাংলা এবং স্টার জলসায় নতুন কিছু ধারাবাহিক শুরু হয়েছে। আর সেই সব সিরিয়ালেই এন্ট্রি নিয়েছেন পুরনো ধারাবাহিকের কিছু পরিচিত মুখ। সদ্য জি বাংলায় শুরু হয়েছে ‘তুই আমার হিরো’। রুবেল দাস এবং মোহনা মাইতির এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন কয়েকজন নতুন মুখ।

আরো পড়ুন : ঘুরিয়ে ফিরিয়ে সেই দুপুরের স্লট, শেষ হয়ে যাবে সিরিয়াল! ক্ষোভ উগরে দিলেন দর্শক

কোন সিরিয়ালে দেখা যাবে: অনন্যা, মন্দার এবং অনিমেষ অর্থাৎ অনুরাধা মুখোপাধ্যায়, দেবজ্যোতি রায়চৌধুরী এবং অনিমেষ ভাদুড়ী এই তিন অভিনেতা অভিনেত্রীকে এবার থেকে দেখা যাবে ‘তুই আমার হিরো’ সিরিয়ালে্য(Serial)। ইতিমধ্যেই প্রথম পর্বে নতুন চরিত্রে দেখা গিয়েছে তাঁদের। যদিও দেবজ্যোতি স্পষ্ট করে দিয়েছেন, মন্দার বিদায় নিচ্ছে না কোন গোপনে থেকে। দুই সিরিয়ালেই (Serial) অভিনয় করবেন তিনি।

আরো পড়ুন : জি বাংলার কাছে লাগাতার হার, রাতারাতি “মোড় ঘোরানো” পর্বে বদলে গেল আমূল ট্র্যাক! ঝড় আসছে TRP-তে

অন্যদিকে স্টার জলসার সিরিয়ালে পা রাখছেন নিম ফুলের মধুর অরিজিতা মুখোপাধ্যায়। ‘তেঁতুলপাতা’ সিরিয়ালে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘অল্প গল্প নিয়ে আসছি তেঁতুলপাতাকে চোখে চোখে রাখতে… আজ থেকে শুধুমাত্র স্টার জলসার পর্দায়, সন্ধ্যে ঠিক ৬ টায়। রাখী দির ভাবনায় আর সৌম্য পাকড়াশী, পৌষালী আর সদীপ-এর চিত্রনাট্যে জ্যান্ত পূবালী পুরকায়স্থকে কেমন লাগল জানাবেন অবশ্যই।’

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর