২১ কেজি সোনা, ১২৫০ কেজি রূপো, ১০,৫০০ টি শাড়ি! দেশের সর্বকালের সবথেকে ধনী অভিনেত্রী ছিলেন ইনি

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীদের (Actress) জীবনযাত্রা বরাবর অবাক করে সাধারণ মানুষকে। তাঁদের গ্ল্যামারাস জীবন, বিপুল সম্পত্তি কার্যত চোখ ধাঁধিয়ে দেয় সকলের। বর্তমানে ভারতের সবথেকে ধনী অভিনেত্রী হিসেবে প্রথম স্থানে রয়েছেন জুহি চাওলা। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪,৬০০ কোটি টাকা। তবে এই প্রতিবেদনে এমন একজন অভিনেত্রীর (Actress) কথা জানাব যিনি সম্পত্তিতে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখতেন জুহিকেও।

সম্পত্তিতে সকলকে টেক্কা দেবেন এই অভিনেত্রী (Actress)

প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তির মালকিন এই অভিনেত্রীর (Actress) কাছে ছিল প্রায় ৩০ কেজি সোনা, ১০০০ র কেজির উপরে রূপো। তাঁর শাড়ি এবং জুতোর সংগ্রহের কথা জানতে পেরে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছিল সকলের। তাঁর বিলাসবহুল জীবনযাপন জীবনযাপন আজো চর্চার বিষয় ভারতীয় চলচ্চিত্র জগতে।

This actress had unbelievable amount of gold and silver

অভিনয়ের পর পা রাখেন রাজনীতিতে: তিনি জয়ললিতা। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সমসাময়িক কেউই ছিল না জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দেওয়ার মতো। লম্বা ফিল্মি কেরিয়ারে দক্ষিণ ভারতীয় ছবিতে দাপটের সঙ্গে রাজত্ব করেছিলেন তিনি। একই রকম দাপট তিনি বজায় রেখেছিলেন রাজনীতিতেও। ১৯৮০ র দশকে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। প্রথমে রাজ্যসভার সদস্য আর তারপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হন অভিনেত্রী (Actress)। পরপর পাঁচবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এমনই ছিল তাঁর জনপ্রিয়তা।

আরো পড়ুন : হতে চেয়েছিলেন শেফ, একটি গানই বদলে দেয় জীবন, এখন বলিউড কাঁপিয়ে হলিউডও মাত করছেন এই অভিনেতা!

বাড়িতে হয়েছিল আয়কর হানা: ১৯৯৭ সালে একবার জয়ললিতার বাসভবনে হয় আয়কর হানা। আর সেই অভিযানে যা উদ্ধার হয় তা দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় হয়েছিল সবার। জয়ললিতার বাসভবন থেকে বাজেয়াপ্ত করা হয় ১০,৫০০ টি বহুমূল্য সিল্কের শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ২১.২৮ কেজি সোনার গয়না, ১২৫০ কেজি রূপো, এছাড়াও এসি, ফ্রিজ, টিভি সহ আরো বহু জিনিস।

আরো পড়ুন : এত সাহস! ঐশ্বর্যকে অশালীন স্পর্শ পরিচালক বনশালির, ফুঁসে ওঠেন সলমন

জানা যায়, প্রায় ৯০০ কোটি টাকার সম্পত্তির মালকিন ছিলেন জয়ললিতা। যদিও আনুষ্ঠানিকভাবে নিজের সম্পত্তি ১৮৮ কোটি টাকা বলেই দাবি করেছিলেন তিনি। জানা যায়, মূলত রাজনীতি থেকেই এই বিপুল সম্পত্তি করেছিলেন অভিনেত্রী। ২০১৬ সালে ৬৮ বছর বয়সে প্রয়াত হন জয়ললিতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর