টিআরপি বাড়ছে ঝড়ের গতিতে, তবুও বাংলা সেরা ‘জগদ্ধাত্রী’ ছাড়ছেন এই গুরুত্বপূর্ণ চরিত্র!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি সিরিয়াল (Serial) প্রেমী হন তাহলে ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri) জনপ্রিয়তার কথা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। জি বাংলার এই নতুন সিরিয়ালটি প্রথম সপ্তাহ থেকেই ভাল টিআরপি তুলে আসছে। বেশ কিছুদিন বাংলা সেরাও হয়েছিল জগদ্ধাত্রী। কূটকাচালির পরিমাণ বেশি হলেও জগদ্ধাত্রীর বুদ্ধি এবং জ্যাস স্যান্যালের অ্যাকশনে মজে রয়েছেন দর্শকরা।

সম্পূর্ণ পারিবারিক মেলোড্রামা বলা যেতে পারে জগদ্ধাত্রী সিরিয়ালটিকে। এখানে শুধু নায়ক নায়িকাই নয়, খলনায়ক খলনায়িকা এবং পার্শ্বচরিত্রগুলিও একই রকম গুরুত্বপূর্ণ। তাই কারোর সিরিয়াল ছেড়ে দেওয়ার কথা শুনলেই মন খারাপ হয়ে যায় দর্শকদের। সিরিয়াল শুরু হওয়ার পর পর একটি গুরুত্বপূর্ণ চরিত্র বেরিয়ে গিয়েছিল সিরিয়াল ছেড়ে।

জগদ্ধাত্রীর সৎ বোন মেহেন্দির চরিত্রাভিনেত্রী সঞ্চারী দাস সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান হঠাৎ করেই। তার বদলে আসেন অন্য অভিনেত্রী। এতদিনে অবশ্য দর্শকরা মেনে নিয়েছেন এই নতুন মেহেন্দিকে। কিন্তু এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে, আরো এক গুরুত্বপূর্ণ চরিত্র বিদায় নিচ্ছেন সিরিয়াল থেকে।

তিনি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সূত্রের খবর মানলে, একটি নতুন সিরিয়ালে অভিনয়ের জন্যই জগদ্ধাত্রী ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। এই সিরিয়ালে জগদ্ধাত্রীর সৎ মায়ের চরিত্রে দেখা যেত কাঞ্চনাকে। অন্যতম খলনায়িকাও ছিল তাঁর চরিত্রটি। তাঁর দাপুটে অভিনয় বরাবর প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

kanchana moitra

শোনা যাচ্ছে, সান বাংলার নতুন সিরিয়াল ‘ফাগুনের মোহনা’তে দেখা যাবে কাঞ্চনাকে। সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন ‘গ্রামের রাণী বীণাপাণি’ খ্যাত অ্যানমেরি টম। তবে নতুন সিরিয়ালে কাঞ্চনার চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক তা জানা যায়নি।

X