বাংলাহান্ট ডেস্ক : নতুন এবং পুরনো সিরিয়ালে (Serial) ফিরছেন অনেক অভিনেতা অভিনেত্রীরা। বেশ কয়েক বছর সিরিয়াল থেকে দূরে থাকার পর আবার ছোটপর্দায় ফিরে আছেন তাঁরা। সম্প্রতি এমনই এক অভিনেত্রীর কামব্যাক হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে।
সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেত্রী
কথা হচ্ছে অভিনেত্রী পায়েল বিশ্বাসের ব্যাপারে। দীর্ঘ পাঁচ বছর ধরে ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজ এবং হিন্দি ছবিতে। সম্প্রতি ঋজু বিশ্বাসের সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও নজর কেড়েছেন পায়েল। অবশেষে তিনি ফিরলেন সিরিয়ালে।

কোন ধারাবাহিকে কামব্যাক: স্টার জলসায় ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে (Serial) এবার থেকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, এতদিন মনের মতো চরিত্র না পাওয়ায় ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। পছন্দসই চরিত্র না পেলে সিরিয়ালের জন্য হ্যাঁ বলেন না পায়েল। তবে এবার চরিত্র এবং সহ অভিনেতা দুইই পছন্দ মাফিক হওয়ায় আবারও সিরিয়ালে ফিরেছেন তিনি।
আরও পড়ুন : একধাক্কায় TRP তলানিতে, এর মাঝেই ‘পরিণীতা’ ছাড়ছেন নায়ক! কী হবে এবার গল্পে?
উচ্ছ্বসিত দর্শকরা: জানা যাচ্ছে, এবার অম্বরীশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পায়েলকে। এই সিরিয়ালের (Serial) হাত ধরেই বহু বছর পর সিরিয়ালে ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার পালা পায়েলের।
আরও পড়ুন : ঘি-গোলমরিচের সুগন্ধেই উঠে যাবে একথালা ভাত, নতুন বছরের লাঞ্চ জমুক ভিন্ন স্বাদের মটন দিয়ে
প্রসঙ্গত, ২০০৯ সালে চারুলতা সিরিয়ালে প্রথম অভিনয় করেন পায়েল। ধীরে ধীরে ছোটপর্দায় দর্শকদের প্রিয় হয়ে ওঠেন তিনি। অবশেষে পাঁচ বছর পর আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী।












