তিন বছর পর সাতটার স্লট দখল, ‘জগদ্ধাত্রী’র নায়িকা পা রাখছেন নতুন মেগায়!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন একগুচ্ছ সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষা রয়েছে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যেই জি বাংলায় শুরু হতে চলেছে ‘বেশ করেছি প্রেম করেছি’। প্রোমোতে নতুন স্বাদের গল্পের আভাস মিলেছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে শুধু তরুণ মুখেরাই নয়, একজন অভিজ্ঞ অভিনেত্রীকেও দেখা যাবে এই ধারাবাহিকে (Serial)।

সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

জানা যাচ্ছে, এই সিরিয়ালের হাত ধরেই আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। এর আগে জি বাংলারই দুই সিরিয়াল জীবন সাথী এবং জগদ্ধাত্রীতে দেখা গিয়েছিল তাঁকে। এবার একই চ্যানেলের নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী।

This actress of jagadhatri is coming to new serial

কোন চরিত্রে অভিনয় করছেন: জানা গিয়েছে, এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন ইন্দ্রাণী। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, নতুন ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাজরাজি মুখোপাধ্যায়। চরিত্রের একটি অতীত জীবন রয়েছে। ধীরে ধীরে বিষয়টি সামনে আসবে। কোনও ঘটনার জেরে প্রেম বিষয়টি তাঁর কাছে খারাপ হয়ে যায়।

আরও পড়ুন : মধ্যবিত্তের পকেটে স্বস্তি, বছর শেষে দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের, কলকাতায় কত হল?

কী বললেন নায়িকা: ইন্দ্রাণী আরও বলেন, দুই প্রজন্মের প্রেম কাহিনি উঠে আসবে এই সিরিয়ালে (Serial)। নাচ গান দিয়েই নাকি ভরিয়ে তোলা হচ্ছে সিরিয়ালটিকে। এর আগে জগদ্ধাত্রী সিরিয়ালেও নৃত্যশিল্পীর চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রাণীকে। আবারও নতুন রূপে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন : নতুন ‘অপর্ণা’র এন্ট্রি হতেই নয়া বিতর্ক, সিরিয়াল ছাড়ার ঘোষণা জিতুর

প্রসঙ্গত, ‘বেশ করেছি প্রেম করেছি’র সিরিয়ালে ফুটে উঠবে জেন জি এর প্রেম কাহিনি। দুই স্কুল পড়ুয়ার গল্পের পাশাপাশি আগেকার প্রজন্মের কাহিনিও সমান্তরালে চলবে বলে জানা যাচ্ছে।