এবার অবিশ্বাস্য কম দামে মিলছে POCO-র এই দুর্দান্ত স্মার্টফোন! এটির ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এমতাবস্থায়, যুগের সাথে পাল্লা দিয়ে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে সংস্থাগুলি। যেগুলির দুর্দান্ত সব ফিচার্স অবাক করে দেয় সবাইকেই। ঠিক সেইরকমই এক স্মার্টফোন হল POCO C51। এই স্মার্টফোনটি চলতি বছরের এপ্রিলে লঞ্চ হয়েছিল।

তবে, এখন এই ফোনটিতে একটি দুর্দান্ত অফার উপলব্ধ রয়েছে। যার ফলে POCO C51 স্মার্টফোনটি 2,500 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। মূলত, ইতিমধ্যেই Airtel-এর সাথে যৌথভাবে POCO গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত সেল অফার নিয়ে এসেছে। ওই স্মার্টফোন সংস্থাটি টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাথে যৌথভাবে ডিসকাউন্ট প্রাইসে এই স্মার্টফোনটিকে Flipkart-এ উপলব্ধ করেছে। এই অফারের মাধ্যমে POCO C51 স্মার্টফোনটি Airtel প্রিপেইড কানকেশনের সাথে পাওয়া যাবে। এছাড়াও, একাধিক সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, POCO C51 স্মার্টফোনটি ভারতে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ মডেলে 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। ফোনটিতে 720×1,600 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.52-ইঞ্চির HD Plus ডিসপ্লে রয়েছে। এছাড়াও, এটিতে MediaTek Helio G36 SoC প্রসেসর দেওয়া হয়েছে।

এমতাবস্থায়, বাজেট অনুযায়ী এই দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত ফোনটি এখন 2,500 টাকা কম দামে কেনা যাবে। শুধু তাই নয়, Airtel-এর সাথে যৌথভাবে POCO এই স্মার্টফোনটিকে ভারতের সবথেকে সাশ্রয়ী মূল্যের 4G ফোন হিসেবে উপস্থাপিত করেছে। আগামী 18 জুলাই থেকে এই ফোনটি মাত্র 5,999 টাকায় কেনা যাবে। ফোনটিতে Airtel-এর প্রিপেইড কানেকশনের পাশাপাশি আরেকটি সুবিধা হিসেবে 50 GB-র ওয়ানটাইম ডেটাও দেওয়া হবে।

Poco C51-এর স্পেসিফিকেশন: POCO C51 স্মার্টফোনটিতে 6.52-ইঞ্চির HD Plus ডিসপ্লের পাশাপাশি, এটিতে 120Hz-এর টাচ স্যাম্পলিং রেট এবং 400 nits এর ব্রাইটনেস উপলব্ধ রয়েছে। এই ডিভাইসটি অক্টা-কোর MediaTek Helio G36 SoC প্রসেসর দ্বারা চালিত হয়। এছাড়াও, ফোনটি 3 GB স্টোরেজ স্পেস নিয়ে 7GB পর্যন্ত RAM বাড়াতে পারে। পাশাপাশি, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

This amazing smartphone from POCO comes at an incredible low price

এদিকে, কানেকটিভিটির ক্ষেত্রে, POCO C51 স্মার্টফোনে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, Glonass, Beidou, মাইক্রো USB পোর্টের সাপোর্ট উপলব্ধ রয়েছে। এছাড়াও ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই স্মার্টফোনে রয়েছে 5000mAh-এর ব্যাটারি। ফোনের রিয়ার সাইডে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ডাইমেনশন হল 76.75×164.9×9.09 mm এবং এটির ওজন হল 192 গ্রাম। এই স্মার্টফোনটি পাওয়ার ব্ল্যাক এবং রয়্যাল ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর