গ্রাহকদের জন্য সুখবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল দেশের এই বড় ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট আছে তো?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বিনিয়োগের মাধ্যম হিসেবে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) জনপ্রিয় হয়ে উঠছে। এমতাবস্থায়, দেশের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক PNB (Punjab National Bank)-র গ্রাহকদের জন্য একটি বড় সুখবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্কটি ফিক্সড ডিপোজিট (FD) এবং NRO টার্ম ডিপোজিটে (NRO Term Deposit) সুদের হার বাড়িয়েছে। পাশাপাশি, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এমতাবস্থায়, এই বর্ধিত সুদের হার গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ২ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে এমন আমানত যেটি ২৭১ দিনের মধ্যে ম্যাচিওর হবে সেক্ষেত্রে FD-তে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, এখন গ্রাহকরা কলেবল ডোমেস্টিক টার্ম ডিপোজিটে ৬.৭৫ শতাংশ সুদ পাবেন। পাশাপাশি, নন-কলেবল ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ৬.৮০ শতাংশ সুদ উপলব্ধ হবে। একইভাবে, গ্রাহকদের কলেবল NRO টার্ম ডিপোজিটের ওপর বার্ষিক ৬.৮০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

   

This bank has increased interest rates on fixed deposits

সুদ বেড়েছে PNB উত্তমেরও: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার নন-কলেবল ফিক্সড ডিপোজিট PNB উত্তমের সুদের হারও বাড়িয়েছে। ব্যাঙ্ক এখন ১৫ লক্ষ টাকার ওপরে আমানত এবং ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের মধ্যে ম্যাচুরিটি সহ PNB উত্তম FD-তে ৬.৮০ শতাংশ বার্ষিক সুদ দেবে। ব্যাঙ্ক আরও স্পষ্ট করেছে যে, ব্যাঙ্কের নন-কলেবল ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটে প্রিম্যাচিওর উইথড্রয়ালের অনুমতি মিলবে না।

আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার

সুদের হার বৃদ্ধির আগে, কলেবল ডোমেস্টিক টার্ম ডিপোজিটে এবং নন-কলেবল ডোমেস্টিক টার্ম ডিপোজিটে সুদের হার ছিল যথাক্রমে ৬.৫০ শতাংশ এবং ৬.৫৫ শতাংশ। একইভাবে, গ্রাহকরা আগে কলেবল NRO টার্ম ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ৬.৫৫ শতাংশ সুদ পেতেন। এদিকে, পূর্বে PNB উত্তম স্কিমেরও সুদের হার ছিল বার্ষিক ৬.৫৫ শতাংশ।

আরও পড়ুন: আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য এবার এই পরিষেবা শুরু SBI-এর, অ্যাকাউন্ট থাকলেই মিলবে বড় সুবিধা

মিলছে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ: উল্লেখ্য যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২ কোটি টাকারও কম ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত সময়ের জন্য এই FD উপলব্ধ করে। পাশাপাশি ব্যাঙ্কটি ২ কোটি টাকার কম পরিমাণে এক বছরের ম্যাচুরিটির FD-র ওপর ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। একইভাবে, এক বছরেরও বেশি সময় এবং ৪৪৪ দিনে ম্যাচুরিটি হওয়া FD-র ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এছাড়াও, গ্রাহকদের ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৫ বছরের বেশি এবং ১০ বছর পর্যন্ত ম্যাচুরিটি যুক্ত FD-র ক্ষেত্রে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর