বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শূন্যপদে কর্মী নিয়োগের (Recruitment) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (Small Industries Development Bank)। ওই বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা সহ শুন্যপদের বিবরণ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে তা তুলে ধরা হল।
শূন্যপদের বিবরণ: ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা: জারি করা অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: মিলবেনা স্বস্তি! সোয়েটারের পাশাপাশি রেডি রাখুন ছাতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
বয়সসীমা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: জানা গিয়েছে যে, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, এবার চোখের পলকে পৌঁছনো যাবে কাশ্মীর উপত্যকা! শেষের পথে রেল প্রকল্পের কাজ
আবেদন প্রক্রিয়া: জানিয়ে রাখি, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্যে প্রথমে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.sidbi.in-এ ক্লিক করে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আবেদন পত্র পূরণ করার মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি: এক্ষেত্রে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদেরকে আবেদন ফি হিসেবে ১,১০০ টাকা জমা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে আবেদন ফি-র পরিমাণ হল ১৭৫ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।