FD ছাড়াই সঞ্চয়ের উপর মিলবে ৭ শতাংশ সুদ! ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও বড়সড় চমক দিচ্ছে এই ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আবহেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) বারংবার রেপো রেট বাড়িয়েছে। এমতাবস্থায়, এই বর্ধিত রেপো রেট ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি সুদ দিচ্ছে। এদিকে, দেশে লোন সংক্রান্ত স্কিমগুলি হয়ে উঠেছে পূর্বের তুলনায় আরও ব্যয়বহুল। তবে, যাঁরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে অর্থ বাড়াতে চান তাঁদের জন্য ভালো সময় আসছে।

ফিক্সড ডিপোজিটে কত টাকা নিরাপদ: ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নিরাপদ অর্থের সীমা ৫ লক্ষ টাকা রাখা হয়েছে। এমতাবস্থায়, আপনার ব্যাঙ্ক সরকারি বা বেসরকারি হোক, এমনকি কোনো ছোট ব্যাঙ্ক হলেও, আপনার সর্বোচ্চ নিরাপদ অর্থের মূল্য হবে ৫ লক্ষ টাকা। যার মধ্যে সুদ এবং মূলধন উভয়েই অন্তর্ভুক্ত রয়েছে।

শুরু হল নতুন FD স্কিম: ইতিমধ্যেই দেশের একটি ইউনিট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেটি ইউনিটি ব্যাঙ্ক নামেও পরিচিত সেটি ৩৬৬ দিনের ফিক্সড ডিপোজিট শুরু করেছে। যার উপর সর্বকালের সেরা সুদের হার দিতে শুরু করেছে তারা। এক বছর একদিনের ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কটি গ্রাহকদের যেমন ৭.৮ শতাংশ সুদ দিচ্ছে, তেমনি প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৮.৩ শতাংশ সুদ। পাশাপাশি, অটো রিনিউকারী গ্রাহকদের মোট লাভের পরিমান সর্বাধিক ৯.১ শতাংশ হতে পারে। যেখানে আপনি আপনার টাকা আবার ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসাবে পাবেন।

কয়েকদিনের জন্যও টাকা রাখতে পারবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি ইউনিটি ব্যাঙ্কে মাত্র ৭ দিন থেকে ১৪ দিনের জন্যও আপনার নির্দিষ্ট ফিক্সড ডিপোজিট জমা রাখতে পারেন। যার উপরে আপনাকে ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। পাশাপাশি, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আপনি পেয়ে যাবেন ৯ শতাংশ পর্যন্ত সুদ।

money

সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যান ৭ শতাংশ সুদ: এখানেই শেষ নয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই  ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদেরও প্রতি মাসে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। এরজন্য শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে রাখতে হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর