বাংলা হান্ট ডেস্ক :হাওড়ার সাইফা খাতুনের পর দেশে আবারও সবথেকে কম বয়সে মাধ্যমিক দিতে চলেছেন আসামের আইসাক পল্লালংমুয়ান ভাইফেই। আগামী বছর অর্থাত্ ২০২০ সালে আসাম বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে সে। তাঁরও বয়স ১২ বছরই। অসমের মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে তাঁকে পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাঁর জন্মের প্রমানপত্র ও রেজিস্ট্রেশন নিয়ে ইতিমধ্যেই আসাম বোর্ড বোসমের তরফে অনুমতি দিয়েছে।
তবে এটিকে নজরিবিহীন বলছে আসাম মাধ্যমিক বোর্ড। এই প্রসঙ্গে বলতে গিয়ে আইজ্যাক স্যার আইজ্যাক নিউটনকে ধন্যবাদ দিয়েছেন এবং তাঁর নামানুসারে যে তাঁরই নাম হয়েছে তাতে সে গর্বিত বলেও জানায়।অষ্টম শ্রেনীর পড়ুয়া আইজ্যাককে মাধ্যমিক পরীক্ষায় বসতে যাতে অনুমতি দেওয়া হয় তারজন্য় গত বছরেই তাঁর বাবা গেঁখোলিয়েন ভাইহি বোর্ডকে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন।
তাঁদের ছেলের বয়স যাতে ১৫ বছর করে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়।এরপর ছেলেটির বুদ্ধির পরীক্ষা করেও দেখা হয় বোর্ডের তরফে। এবং মনোবিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। এরপর মনোবিজ্ঞানীরা আইজ্যাকের মনের বয়স ১৭ বছর ৫ মাস হয়েছে বলে জানানোর পরেই তাঁকে পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়া হয়।আর এতেই খুশি আইজ্যাকের বাবা।
উল্লেখ্য, মধ্যমিক পরীক্ষায় বসার নূন্যতম বয়স হওয়ার কথা ১৪ বছর। কিন্তু সেখানে মাত্র ১২ বছর বয়সেই পরীাক্ষা দিচ্ছে সে। যদিও এর আগে এবছ মাধ্য়মিক পরীক্ষায় হাওড়ার সইফা খাতুন ১২ বছর বয়সে মাধ্যমিক দিয়ে নজির গড়েছিল। যে কখনই স্কুলে যানি সে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির গড়েছে।