৩০ কিমি মাইলেজ, দুর্ধর্ষ সেফটি ফিচার্স! দাম ৭ লক্ষেরও কম, বাজারে ঝড় তুলছে Maruti Suzuki-র এই গাড়ি

Published on:

Published on:

This car from Maruti Suzuki is selling in large numbers

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় গ্রাহকদের কাছে সেডান কার সবসময়ই জনপ্রিয়। যদি আমরা গত মাসে অর্থাৎ জুন ২০২৫-এ এই সেগমেন্টে বিক্রির পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে, এক্ষেত্রে মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki) শীর্ষস্থান দখল করেছে। এছাড়াও, গত মাসে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকায় মারুতি সুজুকি ডিজায়ার রয়েছে দ্বিতীয় স্থানে। জানিয়ে রাখি যে, গত মাসে মোট ১৫,৪৮৪ ইউনিট মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি বিক্রি হয়েছে। এক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি ঘটেছে ১৫ শতাংশ। যেখানে ঠিক ১ বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে এই সংখ্যা ছিল ১৩,৪২১ ইউনিট। এই গাড়ির সেফটি ফিচার্স এবং দুর্দান্ত সব বৈশিষ্ট্য খুব সহজেই গ্রাহকদের আকৃষ্ট করে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Maruti Suzuki-র এই গাড়ি বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে:

ডিজাইন: এই গাড়ির (Maruti Suzuki) এক্সটিরিয়রে একটি বড় ফ্রন্ট গ্রিল উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি রয়েছে স্লিক LED DRL, LED টেল ল্যাম্প এবং ১৫ ইঞ্চির নতুন ডুয়াল টোন অ্যালয় হুইল।

রয়েছে দুর্দান্ত সব ফিচার্স: এদিকে, মারুতি সুজুকি ডিজায়ারে (Maruti Suzuki) রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস ফোন চার্জার এবং ক্রুজ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ডিজায়ার হল ভারতের প্রথম সাব-কমপ্যাক্ট সেডান, যার একটি সিঙ্গেল-প্যান সানরুফ রয়েছে।

This car from Maruti Suzuki is selling in large numbers.

রয়েছে ফাইভ স্টার সেফটি: নিরাপত্তার দিক থেকে থেকে মারুতি সুজুকি ডিজায়ারকে (Maruti Suzuki) ফ্যমিলি সেফটির বিষয়ে ক্র্যাশ টেস্টে গ্লোবাল NCAP পুরোপুরি ফাইভ স্টার রেটিং দিয়েছে। এছাড়াও, মারুতি সুজুকি ডিজায়ারে ৬ টি এয়ারব্যাগ এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যও উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে অব্যাহত মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রীর মুকুটে যুক্ত হল নতুন পালক

মাইলেজ ৩০ কিলোমিটারেরও বেশি: মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki) ভারতীয় গ্রাহকদের মধ্যে তার মাইলেজের জন্য পরিচিত। মারুতি ডিজায়ার দাবি করে যে, ম্যানুয়াল ট্রান্সমিশনে এটি ২৪.৭৯ কিমি প্রতি লিটার এবং অটোমেটিক গিয়ারবক্সে ২৫.৭১ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। জানিয়ে রাখি যে ডিজায়ার CNG-তে গ্রাহকরা ৩০ কিলোমিটারেরও বেশি মাইলেজ পান।

আরও পড়ুন: ১৪ বছর বয়সেই খ্যাতির শীর্ষে! বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাতের জন্য ২ কিশোরী যা করল…

গাড়িটির পাওয়ারট্রেন: যদি আমরা মারুতি সুজুকি ডিজায়ারের (Maruti Suzuki) পাওয়ারট্রেনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই গাড়িতে একটি ১.২-লিটারের ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ ৮১.৫৮ bhp শক্তি এবং ১১১.৭ Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।এছাড়াও, এই গাড়িতে CNG পাওয়ারট্রেনের বিকল্পও রয়েছে। ভারতীয় বাজারে, মারুতি সুজুকি ডিজায়ারের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৬.৮৪ লক্ষ টাকা। যেটির টপ মডেলের মূল্য ১০.২০ লক্ষ টাকা পর্যন্ত হয়।