৬০ লক্ষের টেসলায় পাওয়া যাবেনা একাধিক ফিচার্স! অথচ মিলবে টাটার গাড়িতে, দাম মাত্র এত টাকা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর টেসলা (Tesla) অবশেষে ভারতীয় বাজারে এসেছে। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত মেকার ম্যাক্সিটি মলে টেসলা তাদের প্রথম শোরুম খুলেছে। জানিয়ে রাখি যে, ভারতের ইলেকট্রনিক বাজারে এটি ওই কোম্পানির প্রথম বড় এন্ট্রি। ইতিমধ্যেই টেসলা ভারতীয় বাজারে মডেল ওয়াই সেডান নিয়ে এসেছে। মডেল ওয়াই রিয়ার-হুইল ড্রাইভের দাম প্রায় ৬০ লক্ষ টাকা। এদিকে, অন্য ভেরিয়েন্ট লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬৮ লক্ষ টাকা।

টেসলাকে (Tesla) টক্কর দেবে টাটার এই SUV:

এমতাবস্থায়, আপনি যদি নিজের জন্য একটি নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন এবং টেসলার (Tesla) গাড়ি কেনার বিষয়ে আগ্রহী হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, এই প্রতিবেদনে আজ আমরা আপনাকে জানাবো যে, টাটা হ্যারিয়ার ইভিতে উপলব্ধ কোন কোন বৈশিষ্ট্যগুলি আপনি টেসলাতে পাবেন না। আমরা সেইরকমই ৫ টি উপস্থাপিত করছি।

টাটা হ্যারিয়ার ইভি ৫ স্টার রেটিং পেয়েছে: প্রথমেই জানিয়ে রাখি যে, টাটা হ্যারিয়ার ইভি সম্প্রতি India NCAP দ্বারা পরিচালিত ক্র্যাশ টেস্টে ৫ স্টার রেটিং পেয়েছে। শুধু তাই নয়, টাটার এই বৈদ্যুতিক গাড়ি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে মাত্র ৬.৩ সেকেন্ড সময় নেয়। এর পাশাপাশি, আপনি এই গাড়িতে Level ২ ADAS-ও উপলব্ধ আছে।

This car of Tata will rival Tesla in terms of features.

১. টাটা হ্যারিয়ার ইভি হল একটি SUV। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। যা আপনি অন্য কোনও সেডানে পাবেন না। কারণ, ভারতীয় রাস্তায় গাড়ি চালানোর জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ।
২. টাটা হ্যারিয়ার ইভিতে ৬ টি ড্রাইভিং মোড উপলব্ধ রয়েছে। যা আপনি টেসলায় (Tesla) পাবেন না।
৩. এদিকে, টাটা হ্যারিয়ার ইভিতে আপনি একটি ১৪.৫ ইঞ্চির Samsung Neo QLED ডিসপ্লেও পাবেন। যা গ্রাহকদের শার্প এবং ক্রিস্প ভিউয়িইং এক্সপিরিয়েন্স প্রদান করে।
৪. এছাড়াও, টাটা হ্যারিয়ার ইভিতে প্যানোরামিক সানরুফ একটি অন্যতম বৈশিষ্ট্য। যা এই গাড়িটিকে আরও অসাধারণ করে তোলে।
৫. টাটা হ্যারিয়ার ইভিতে একটি দুর্দান্ত গোলাকার, সার্কুলার কী ফব রয়েছে। যা গাড়ি লক এবং আনলক করা ছাড়াও বিভিন্ন ফিচার্স উপলব্ধ করে। এতে ১২ টি ফিচার্স রয়েছে। যার মধ্যে রয়েছে রিমোট পার্কিং, সমন মোড (গাড়িটিকে সামনে বা পিছনে সরানো), এবং গাড়ির লাইট জ্বালানো এবং বন্ধ করার সুবিধা।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে গিয়েই ঘটল সর্বনাশ! রহস্যমৃত্যু যুবকের, মুখ খুলল কর্তৃপক্ষ

টাটা হ্যারিয়ার ইভির মূল্য: টাটার এই বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। যার প্রারম্ভিক মূল্য হল ২১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই SUV-তে ২ টি ব্যাটারি প্যাক রয়েছে। সেগুলি হল ৬৫ kWh এবং ৭৫ kWh-এর। বৃহত্তর ব্যাটারি প্যাকটি ৬২৭ কিমি রেঞ্জ দেয়। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, ১২০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার সহ, এই বৈদ্যুতিক গাড়িটি মাত্র ১৫ মিনিট চার্জ করার পরে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করতে পারে এবং ২৫ মিনিটে ২০ থেকে ৮০ শতাংশ চার্জ করা যেতে পারে।

আরও পড়ুন: কৃষকদের সুবিধার্থে বড় পদক্ষেপ কেন্দ্রের! মোদী ক্যাবিনেট মঞ্জুর করল বিশেষ স্কিম, কীভাবে মিলবে লাভ?

টেসলা মডেল ওয়াই-র ব্যাটারি: ভারতে লঞ্চ হওয়া টেসলা মডেল ওয়াই-এর RWD ভেরিয়েন্ট ২ টি ভিন্ন ব্যাটারি বিকল্পের সঙ্গে উপলব্ধ হয়। যার একটি 60 kWh এবং অন্যটি 75 kWh এর উচ্চ ক্ষমতার ব্যাটারি প্যাক। এই ভেরিয়েন্টটিতে একটি একক বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে। যা প্রায় ২৯৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। যদি আমরা রেঞ্জের কথা বলি, তাহলে ৬০ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি সহ টেসলার (Tesla) এই মডেলটি সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটার (WLTP রেটিং) পর্যন্ত চলতে পারে। এদিকে, এর লং রেঞ্জ মডেলটি সম্পূর্ণ চার্জে প্রায় ৬২২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সুপারচার্জারে মাত্র ১৫ মিনিট চার্জ করলে, টেসলার এই বৈদ্যুতিক গাড়ি প্রায় ২৩৮ থেকে ২৬৭ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করবে।