বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি করার। অনেকের সেই স্বপ্ন সহজেই পূরণ হয় আবার অনেকের ক্ষেত্রে তা হয়ে ওঠে অত্যন্ত কষ্টের। বেশিরভাগ ক্ষেত্রেই লোন (Home Loan) নিয়ে এবং কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে এই স্বপ্নপূরণ করেন অনেকে। তবে, বাড়ি করার এই স্বপ্নে নরেন্দ্র মোদী সরকার বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। যার ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের পাশাপাশি মধ্যবিত্ত ব্যক্তিরা হচ্ছেন লাভবান। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
হোম লোনে (Home Loan) মিলবে ভর্তুকি:
২০২৪ সালে সরকারের সিদ্ধান্ত: মূলত, নরেন্দ্র মোদী সরকার ২০২৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবানPMAY-U) ২.০ অনুমোদন করে। এই প্রকল্পের অধীনে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS), নিম্ন-আয়ের গোষ্ঠী (LIG), এবং মধ্যম-আয়ের গোষ্ঠী (MIG)-র অন্তর্ভুক্ত পরিবারগুলির ওপর দৃষ্টিনিক্ষেপ করা হয়েছে। এই ব্যক্তিরা তাঁদের প্রথম বাড়ি কেনা বা নির্মাণের জন্য সুদের হারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাবসিডি তথা ভর্তুকি পাবেন।

কত টাকার ঋণে ভর্তুকি: জানিয়ে রাখি যে, সরকার PMAY-U 2.0-এর সুদ ভর্তুকি প্রকল্প (ISS)-র অধীনে বাড়ি কেনার জন্য নেওয়া সাশ্রয়ী মূল্যের গৃহ ঋণের ওপর ভর্তুকি প্রদান করে। ভর্তুকি পাওয়ার জন্য, বাড়ির দাম ৩৫ লক্ষ টাকা পর্যন্ত এবং ঋণের পরিমাণ ২৫ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে।
আরও পড়ুন: এবার ট্রেনেই প্রি-ওয়েডিং শুটিং! করা যাবে জন্মদিনের পার্টিও, এত টাকায় বুক হবে আস্ত কোচ
এই স্কিমের বিশেষত্ব হল, ১২ বছর পর্যন্ত ঋণের মেয়াদ সহ, প্রথম ৮ লক্ষ টাকার ঋণের ওপর ৪ শতাংশ সুদ ভর্তুকি পাওয়া যাবে। সহজ কথায়, এটি EMI-এর বোঝা কমাবে। যার ফলে বাড়ি কেনা সহজ হবে। এই সুবিধাটি মূলত সেইসব পরিবারের জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে উঠবে যাঁদের বার্ষিক আয় ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং দেশের কোথাও নিজস্ব পাকা বাড়ি নেই।
আরও পড়ুন: ধর্মেন্দ্রর প্রয়াণে আবেগে ভাসলেন সচিন! শোক জ্ঞাপন কোহলিরও, কী জানালেন যুবরাজ-হরভজন?
মোট ভর্তুকির পরিমাণ ১.৮০ লক্ষ কোটি টাকা: এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত মোট ভর্তুকির পরিমাণ হবে ১.৮০ লক্ষ কোটি টাকা। যা সরকার ৫ টি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবে। সুবিধাভোগীরা ওয়েবসাইট, ওটিপি বা স্মার্ট কার্ডের মাধ্যমে তাঁদের ভর্তুকি অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করতে পারবেন। জানিয়ে রাখি যে সরকার এই প্রকল্পের জন্য মোট ২.৩০ লক্ষ কোটি টাকার সহায়তা নির্ধারণ করেছে, যার মধ্যে সুদ ভর্তুকি একটি প্রধান অংশ। সরকার তা অনুমান করে আগামী ৫ বছরে, ১ কোটি নতুন শহুরে পরিবারকে এই প্রকল্পের সুবিধা পাবে।












