বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আবহে একাধিক বড় সংস্থাগুলি কর্মীদের ছাঁটাই করছে। এদিকে, সম্প্রতি অ্যামাজন (Amazon), ফেসবুক (Facebook), গুগল (Google) এবং মাইক্রোসফটের (Microsoft) মতো কোম্পানিও তাদের হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। যার ফলে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন বহু মানুষ। কিন্তু বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন বসের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি তাঁর কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নিজের বেতন কমিয়ে দিয়েছেন।
হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। ওই উদার বসের নাম হল সতীশ মালহোত্রা (Satish Malhotra)। তাঁর গৃহীত পদক্ষেপ জানলে আপনি অবাক হতে বাধ্য। মূলত, তিনি কর্মীদের ইনক্রিমেন্ট দিতে নিজের বেতন কমিয়েছেন।
পরিচয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সতীশ মালহোত্রা হলেন আমেরিকান স্পেশালিটি রিটেইল চেইন কোম্পানি “দ্য কন্টেইনার স্টোর”-এর সিইও। এমতাবস্থায়, খরচ কমাতে এবং কোম্পানির অন্যান্য কর্মচারীদের বেতন বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করার জন্য তিনি স্বেচ্ছায় তাঁর বেতন ১০ শতাংশ কমিয়েছেন। ফরচুনের রিপোর্ট অনুসারে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে একটি ফাইলিংয়ে ওই কোম্পানি জানিয়েছে যে, সতীশের বার্ষিক বেতন ছয় মাসের জন্য ৯,২৫,০০০ ডলার থেকে কমে ৮,৩২,৪০০ ডলার হবে।
আরও পড়ুন: ট্রেন না বিলাসবহুল হোটেল ধরতে পারবেন না! বন্দে ভারত স্লিপারের ফার্স্ট লুক দেখেই অবাক সকলে
তাঁর এই পদক্ষেপের প্রশংসা হচ্ছে চারিদিকে: ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে “দ্য কনটেইনার স্টোর”-এর নেতৃত্ব দিচ্ছেন সতীশ মালহোত্রা। পাশাপাশি, তিনি কঠিন সময়ে কর্মীদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেন। গত বছর, মালহোত্রার মোট কম্পেনসেশন ছিল ২.৫৭ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: হাওড়া থেকে শিয়ালদহ, AI-এর দৌলতে নতুন চেহারা পেল রাজ্যের একাধিক স্টেশন, দেখলেই উড়ে যাবে হুঁশ
তবে, মালহোত্রার এই পদক্ষেপের পর কর্মীদের এভারেজ ইনক্রিমেন্ট ঠিক কি হবে তা এখনও স্পষ্ট নয়। মূলত, কোম্পানির লোকসান কমাতে তিনি কর্মচারীদের ছাঁটাই না করে নিজের বেতন কমানোর সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, এখন সতীশের এহেন পদক্ষেপেরই প্রশংসা হচ্ছে সর্বত্র।