প্রতি মাসে আর নয় রিচার্জের টেনশন! BSNL-এর এই সস্তার প্ল্যানে মিলছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি

Published on:

Published on:

This cheap plan of BSNL comes with 365 days validity.

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান সামনে আনছে BSNL। সেই রেশ বজায় রেখেই দীপাবলির আবহে ফের একটি নতুন স্বল্প মূল্যের প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। এই প্রিপেইড প্ল্যানটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য লাভজনক যাঁরা কম খরচে সারা বছর ধরে তাঁদের নম্বর সক্রিয় রাখতে চান। কোম্পানিটি দিওয়ালি বোনানজা অফারের অংশ হিসেবে এই প্ল্যানটি চালু করেছে।

BSNL-এর দুর্ধর্ষ প্ল্যান:

এক্ষেত্রে, ব্যবহারকারীরা ১৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। জানিয়ে রাখি যে, 4G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে এই কোম্পানির ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত অগাস্টে প্রকাশিত TRAI-এর এক রিপোর্ট অনুসারে, কোম্পানিটি এয়ারটেল এবং Vi-র চেয়েও বেশি ব্যবহারকারীকে তার নেটওয়ার্কে যুক্ত করেছে।

BSNL সম্মান প্ল্যান: মূলত, BSNL এই নতুন প্রিপেইড প্ল্যানের নাম দিয়েছে সম্মান প্ল্যান। ১,৮১২ টাকা মূল্যের এই প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন এবং পুরো ১ বছরের জন্য আনলিমিটেড কলিং উপলব্ধ করে। এছাড়াও, এই প্ল্যানে ভারত জুড়ে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা মিলবে। এই প্ল্যানে কোম্পানিটি দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০ টি বিনামূল্যে SMS উপলব্ধ করে। BSNL-এর সম্মান প্ল্যানটি দীর্ঘমেয়াদী এবং কম খরচে একাধিক সুবিধা প্রদান করে। এই সুবিধাগুলি ছাড়াও, ব্যবহারকারীরা BiTV-তে অ্যাক্সেস পান, যেখানে ব্যবহারকারীরা বিনামূল্যে লাইভ টিভি চ্যানেল এবং OTT-তেও অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন: দীপাবলিতে মিলল দুর্ধর্ষ রিটার্ন! এই ব্যাঙ্কিং স্টক বিনিয়োগকারীদের করল মালামাল

দিওয়ালি অফার: জানিয়ে রাখি যে, BSNL একটি দিওয়ালি ড্র অফারও ঘোষণা করেছে। যাঁরা ১৮, ১৯ এবং ২০ অক্টোবর কোম্পানির সেলফকেয়ার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করবেন তাঁরা ড্রয়ের মাধ্যমে ১০ গ্রামের একটি রূপার মুদ্রা জেতার সুযোগ পাবেন। কোম্পানি প্রতিদিন ১০ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করবে।

আরও পড়ুন: অত্যধিক শুল্কের মোক্ষম জবাব পেল আমেরিকা! ২৪ টি দেশের সঙ্গে বড় ডিল সম্পন্ন করল ভারত

এছাড়াও, কোম্পানিটি কর্পোরেট ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে। এই অফারের আওতায়, যে কোনও কোম্পানি ১০ টি নতুন পোস্টপেইড এবং FTTH সংযোগ কিনলে প্রথম মাসের বিলিংয়ে ১০ শতাংশ ছাড় পাবে। এর পাশাপাশি, কোম্পানিটি তাদের নেটওয়ার্কে নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য ১ টাকার প্ল্যানটি পুনরায় চালু করেছে। এই প্ল্যানটি ১ টাকার বিনিময়ে ৩০ দিনের মেয়াদ উপলব্ধ করে। যেখানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিংও প্রদান করা হচ্ছে।