বাংলাহান্ট ডেস্ক: নভেম্বরে বায়ুদূষণের নিরিখে ভারতের (India) সবচেয়ে দূষিত শহরের শিরোপা জুটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঝুলিতে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)–এর নতুন বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের ৩০ দিনই গাজিয়াবাদের দূষণের মাত্রা জাতীয় মানদণ্ড অতিক্রম করেছে। গোটা মাসে শহরটির গড় PM2.5 মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২২৪ মাইক্রোগ্রাম, যা নিরাপদ সীমার বহুগুণ বেশি। এই বিপজ্জনক মাত্রার দূষণই গাজিয়াবাদকে নভেম্বরে দেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে।
নভেম্বরে বায়ুদূষণের নিরিখে ভারতের (India) সবচেয়ে দূষিত শহর গাজিয়াবাদ:
গাজিয়াবাদের পাশাপাশি আরও নয়টি শহর ভারতের (India) দূষণের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এর মধ্যে রয়েছে নয়ডা, বাহাদুরগড়, দিল্লি, হাপুর, গ্রেটার নয়ডা, বাঘপত, সোনিপত, মীরাট এবং রোহতক। দূষণের তালিকার শীর্ষ ১০–এ উত্তরপ্রদেশের ছয়টি, হরিয়ানার তিনটি শহর এবং একমাত্র দিল্লি জায়গা পেয়েছে। দিল্লি চতুর্থ স্থানে থেকেও উদ্বেগ কমায়নি, কারণ সেখানে নভেম্বরে গড় PM2.5 মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২১৫ মাইক্রোগ্রাম—অক্টোবরের তুলনায় প্রায় দ্বিগুণ। যদিও এ বছর দিল্লির বায়ুদূষণে স্টাবল বার্নিং–এর অবদান উল্লেখযোগ্যভাবে কমে ৭ শতাংশে নেমেছে, তবুও সামগ্রিক দূষণ পরিস্থিতি রীতিমতো ভয়াবহ।
আরও পড়ুন:আর নেই চিন্তা! গ্রাহকদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জানুন এখনই
বিশেষ তথ্য বলছে, শীর্ষ ১০ শহরের মধ্যে বাহাদুরগড় ছাড়া কোথাও নভেম্বর মাসে একদিনও PM2.5 মাত্রা নিরাপদ সীমার মধ্যে ছিল না। CREA–এর বিশ্লেষক মনোজ কুমারের মতে, এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে যে দূষণ মৌসুমি নয়; সারা বছর ধরেই তা স্থায়ী সমস্যার রূপ নিয়েছে ভারতে (India)। পরিবহণ, শিল্প, বিদ্যুৎকেন্দ্র, নির্মাণ ও অন্যান্য দহন–সংক্রান্ত কার্যকলাপই দূষণের মূল উৎস। তিনি সতর্ক করে জানিয়েছেন, লক্ষ্যভিত্তিক ও কঠোর ‘এমিশন কাট’ না হলে এসব শহর ভবিষ্যতেও জাতীয় বায়ুগুণ মানদণ্ডের বাইরে থাকবে।
রাজস্থানে দূষণের পরিস্থিতি আরও উদ্বেগজনক। রাজ্যের ৩৪টি শহরের মধ্যে ২৩ টিতেই নভেম্বর মাসে PM2.5 মাত্রা জাতীয় মানদণ্ড ছাড়িয়েছে। হরিয়ানায় ২৫ টির মধ্যে ২২ টি ও উত্তরপ্রদেশে ২০ টির মধ্যে ১৪ টি শহরের বায়ুদূষণ সীমা অতিক্রম করেছে। মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাবসহ আরও কয়েকটি রাজ্যের একাধিক শহরেও বিপদসীমার ওপরে দূষণ রেকর্ড হয়েছে। সামগ্রিকভাবে উত্তর ভারত (India) জুড়ে বাতাসের মানের পরিস্থিতি আগের বছরের তুলনায় খারাপ হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে আগামী দিনে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:লাদাখ সীমান্তে শক্তি বাড়বে ভারতীয় সেনার! ১২৫ টি প্রকল্পের উদ্বোধন রাজনাথের, খরচ হবে ৫,০০০ কোটি
এই অস্বস্তিকর চিত্রের বিপরীতে দাঁড়িয়ে একটি শহর দেখিয়েছে আশার আলো। নভেম্বরে দেশের (India) সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব পেয়েছে মেঘালয়ের শিলং। সেখানে মাসিক গড় PM2.5 মাত্রা ছিল প্রতি ঘনমিটারে মাত্র ৭ মাইক্রোগ্রাম, যা দেশের মধ্যে সর্বনিম্ন। পরিষ্কার শহরের তালিকায় কর্ণাটকের ছয়টি শহর এবং সিকিম, তামিলনাড়ু ও কেরলের কয়েকটি শহরও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিলং–সহ দক্ষিণ ও উত্তরপূর্ব ভারতের শহরগুলি দূষণ নিয়ন্ত্রণে সফল হলেও উত্তর ভারতের শহরগুলিকে কার্যকর নীতি, কঠোর বাস্তবায়ন ও উন্নত পরিবেশ পরিকল্পনার দিকে দ্রুত এগোতে হবে।












