বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) অন্যতম প্রযুক্তিনগরী হায়দরাবাদে এবার একটি রাস্তার নাম হতে চলেছে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’। তেলেঙ্গানা সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। আমেরিকার ৪৫ এবং ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার নামকরণ ভারত-আমেরিকা সম্পর্কের আরেকটি প্রতীকী অধ্যায় বলেই মনে করছে প্রশাসন। শহরের যে রাস্তায় মার্কিন দূতাবাস অবস্থিত, সেই গুরুত্বপূর্ণ রাস্তাটির নামই পরিবর্তন করে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’ করার প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং হায়দরাবাদস্থিত মার্কিন দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।
ভারতে (India) মার্কিন প্রেসিডেন্টের নামে হচ্ছে রাস্তা
চলতি বছরের শুরুতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লিতে অনুষ্ঠিত ভারত (India)-আমেরিকা বার্ষিক সম্মেলনে, ইউএসআইএসপিএফ-এর মঞ্চে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সেই সময় তিনি ঘোষণা করেন যে হায়দরাবাদের কয়েকটি প্রধান সড়কের নাম রাখা হবে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান এবং বৈশ্বিক সহযোগিতার প্রতীক হিসাবে। আমেরিকার সঙ্গে তেলেঙ্গানার প্রযুক্তিগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। রেবন্ত রেড্ডির দাবি, এটি শুধু সৌজন্য নয়, বরং দুই দেশের বন্ধুত্ব, বিনিয়োগ এবং ভবিষ্যৎ সহযোগিতার একটি প্রতীকী উদ্যোগ।
আরও পড়ুন:৫৫ লক্ষ পেরিয়ে প্রতিদিন ১ লক্ষ করে বৃদ্ধি, SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
তেলেঙ্গানা সরকারের একাধিক আধিকারিক জানিয়েছেন, হায়দরাবাদের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে মানানসই করে শহরের পরিচয়কে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের উদ্দেশ্য। মার্কিন দূতাবাস অবস্থিত রাস্তাটি বহু বছর ধরেই বিদেশি প্রতিনিধিদল, প্রযুক্তি সংস্থার কর্মকর্তাদের নিয়মিত যাতায়াতের কেন্দ্র। সেই কারণে রাস্তার নামকরণ আন্তর্জাতিক বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, কেন কোনও ভারতীয় (India) ব্যক্তিত্ব নয়, বরং বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নাম বেছে নেওয়া হল? যদিও সরকার জানিয়েছে, এটি কূটনৈতিক কৌশল এবং বৈশ্বিক সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।
শুধু ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার নামকরণই নয়, আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ রিডিয়াল রিং রোডের নামকরণ হতে পারে পদ্মশ্রী রতন টাটার নামে। ভারতের (India) শিল্পোন্নয়ন, কর্মসংস্থান এবং মানবিকতার জন্য তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রাস্তার নাম উৎসর্গ করার কথা বিবেচনা করছে প্রশাসন। একই সঙ্গে আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের নামেও কিছু রাস্তা উৎসর্গ করার পরিকল্পনা রয়েছে, যাতে হায়দরাবাদের আন্তর্জাতিক পরিচয় আরও উজ্জ্বল হয়।

আরও পড়ুন:আম বা লেবু নয়! এবার শীতের পালং শাক দিয়ে বানিয়ে ফেলুন এই আচারটি, প্রণালী রইল
তেলেঙ্গানা সরকারের দাবি, এই উদ্যোগ ভারতের (India) অগ্রগতি, বৈশ্বিক নেতৃত্ব এবং আন্তঃদেশীয় সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠবে। হায়দরাবাদ বর্তমানে শুধু প্রযুক্তিনগরী নয়, বরং আন্তর্জাতিক ব্যবসা, বিনিয়োগ এবং কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই শহরের রাস্তাগুলির নাম বিশ্ববন্দিত ব্যক্তিত্বদের নামে উৎসর্গ করা হলে তা ভবিষ্যতে নতুন সহযোগিতা, বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দেবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই হায়দরাবাদের মানচিত্রে দেখা যাবে নতুন নাম—‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’।












