আবহাওয়ার পূর্বাভাস জানাতে সক্ষম এই নারকেল! আনন্দ মাহিন্দ্রার টুইটে প্রতিক্রিয়ার ঝড় নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে ক্রমশ বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, দেশের বিশিষ্টজনেরাও রীতিমত আগ্রহ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার প্রতি। বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম সফল বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রাও রয়েছেন এই তালিকায়। হাজারও কর্মব্যস্ততার মাঝেই তিনি বেশ সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে।

বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি, নানান সমস্যা কিংবা সমাজের প্রান্তিক মানুষদের প্রসঙ্গও তিনি তুলে ধরেন তাঁর টুইটের মাধ্যমে। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি বহু মানুষের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতও। এমতাবস্থায়, সামাজিক মাধ্যমে ক্রমশ বেড়ে চলেছে তাঁর অনুরাগীর সংখ্যা।

এদিকে, বর্তমানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রার নতুন একটি টুইট এবার ফের উঠে এসেছে খবরের শিরোনামে। এমনকি, এই টুইট সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যেও।

কি রয়েছে সেই টুইটে?
সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা আবহাওয়ার পূর্বাভাসের প্রসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেই ছবিটিতে সমুদ্রের তীরে দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে একটি নারকেলকে। পাশাপাশি, আনন্দ ছবিটির ক্যাপশনে লিখেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া অপ্রত্যাশিত হয়ে উঠেছে। ভবিষ্যতে সঠিক পূর্বাভাস দেওয়ার জন্য এটাই হবে সবচেয়ে সঠিক উপায়।”

এছাড়াও, সেখানে আরও দেখা গিয়েছে, ছবিতে থাকা নারকেলটি মূলত একটি কাঠের পাটাতনের সাথে বাঁধা ছিল। পাশাপাশি, একটি প্ল্যাকার্ডে ওই নারকেলটির অবস্থার পরিবর্তনের সাথে আবহাওয়ার পরিবর্তন ঠিক কিভাবে ঘটবে তাও বিস্তারিতভাবে লেখা ছিল। যেমন, নারকেলটি দুললে বাতাস বইবে, নারিকেলটি স্থিতিশীল থাকলে আবহাওয়া শান্ত থাকবে, নারকেলটি ভেজা থাকলে বৃষ্টি হবে। পাশাপাশি সেটি শুকনো থাকলে রোদ উঠবে এবং সাদা হলে তুষারপাত ঘটবে। এছাড়াও, সবশেষে এটাও জানিয়ে দেওয়া হয়ে যে, নারকেলটি সেখানে দেখা না গেলে বুঝে নিতে হবে ঝড় বয়ে গেছে সেখানে।

এদিকে, মাহিন্দ্রার এই টুইটটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। পোস্টটি শেয়ার করার পর থেকে ইতিমধ্যেই ১৯ হাজারেরও বেশি লাইক পড়েছে এটিতে। পাশাপাশি, রিটুইটের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। এছাড়াও, আবহাওয়ার এহেন অভিনব পূর্বাভাস যে আরও বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয় তাও ছবির মারফত তুলে ধরেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর