বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি আরও একটি কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং তথা IPO (Initial Public Offering) বাজারে এন্ট্রি নিতে চলেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। মূলত, টেকনো পেইন্টস ৩ বছরের জন্য সচিন তেন্ডুলকারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে। এই পদক্ষেপ দেশজুড়ে কোম্পানির উপস্থিতি সম্প্রসারণে সহায়তা করবে বলেই অনুমান করা হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে যে, ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে, তাদের লক্ষ্য জাতীয়ভাবে তাদের উপস্থিতি জোরদার করা। জানিয়ে রাখি যে, ২০২৩ সালের শুরুতে, এই কোম্পানিটি দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল। যিনি ২ বছর ধরে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।
আসতে চলেছে টেকনো পেইন্টসের IPO (Initial Public Offering):
কোম্পানি সূত্র জানিয়েছে যে, টেকনো পেইন্টস অ্যান্ড কেমিক্যালস আগামী অর্থবর্ষে ইনিশিয়াল পাবলিক অফারিং তথা IPO-র মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। টেকনো পেইন্টস অ্যান্ড কেমিক্যালসের চেয়ারম্যান আকুরি শ্রীনিবাস রেড্ডি জানান, “বিশ্বের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার এবং ভারতরত্ন সচিন তেন্ডুলকারের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সম্মানিত।’

তিনি আরও জানান, ‘আমরা এই বছর সম্প্রসারণ এবং IPO-র মাধ্যমে দুর্দান্ত মাইলফলক অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেক্ষেত্রে সচিনের চেয়ে ভালো কেউ অ্যাম্বাসেডর বা বৃদ্ধির অংশীদার আমাদের আর হতে পারে না।’ আকুরি শ্রীনিবাস রেড্ডি জানান, কোম্পানির লক্ষ্য ২০২৪-২৫ সালে ২১০ কোটি টাকা রেভিনিউ আয় করা এবং চলতি অর্থবর্ষে ৪৫০ কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোম্পানি ২০২৯-৩০ সালের মধ্যে ২,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আরও পড়ুন: যেকোনও মুহূর্তে ইরানের ওপর হতে পারে মার্কিন আক্রমণ! কী প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে?
কোম্পানিটি বিদেশেও সম্প্রসারণ করছে: জানিয়ে রাখি যে, টেকনো পেইন্টস ডেকোরেটিভ তথা সাজসজ্জা, শিল্প এবং স্পেশালিটি পেন্টস তৈরি করে। সংস্থাটি ৩,০০০-এরও বেশি শেডের ডেকোরেটিভ পেন্টস সরবরাহ করে।
আরও পড়ুন: যাঁর কোচিংয়ে গড়েছিলেন নজির, ছোটবেলার সেই হিরোর সঙ্গেই বিচ্ছেদ নীরজ চোপড়ার, নিলেন বড় সিদ্ধান্ত
কোম্পানিটি বর্তমানে তেলেঙ্গানা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, ওড়িশা এবং চণ্ডীগড়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও, কোম্পানিটি চলতি বছরের শেষ নাগাদ হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশে এবং ২০২৬-২৭ সালে মধ্যপ্রাচ্যে নিজেদের সম্প্রসারণের পরিকল্পনা করছে।












