প্রতি শেয়ারে ৯০ টাকার ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

This company is paying a dividend of 90 rupees share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানির শেয়ারে (Share Market) বাজি ধরা বিনিয়োগকারীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানি শেয়ার বাজারে এক্স-ডিভিডেন্ড ট্রেড করবে। এই কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হল বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড। কোম্পানিটি এবার প্রতি শেয়ারে ৯০ টাকার ডিভিডেন্ড দিচ্ছে। পাশাপাশি, কোম্পানিটি এই ডিভিডেন্ডের রেকর্ড ডেটও ঘোষণা করেছে। যেটি চলতি সপ্তাহেই রয়েছে।

প্রতি শেয়ারে (Share Market) ৯০ টাকা ডিভিডেন্ড দিচ্ছে বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড:

প্রতি শেয়ারে ৯০ টাকার ডিভিডেন্ড: বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড এক্সচেঞ্জের কাছে দেওয়া এক ফাইলিংয়ে ঘোষণা করেছে যে যোগ্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে (Share Market) ৯০ টাকার ডিভিডেন্ড দেওয়া হবে। কোম্পানিটি এই ডিভিডেন্ডের রেকর্ড তারিখ হিসেবে ১৪ নভেম্বর নির্ধারণ করেছে। অর্থাৎ এই দিনে কোম্পানির শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ডের সুবিধা পাবেন।

This company is paying a dividend of 90 rupees share market.

জানিয়ে রাখি যে, এই কোম্পানিটি ২০০১ সাল থেকে ডিভিডেন্ড প্রদান করে আসছে। এর আগে, কোম্পানির শেয়ার গত ৭ অগাস্ট এক্স-ডিভিডেন্ড ট্রেড সম্পন্ন করেছিল। সেই সময়ে, কোম্পানিটি প্রতি শেয়ারে (Share Market) ৩৫ টাকার ডিভিডেন্ড প্রদান করে। ২০২৪ সালে, কোম্পানিটি ২ বার এক্স ডিভিডেন্ড ট্রেড করে। এরপর, যোগ্য বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ১২৫ টাকার মুনাফা পান। বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড প্রথম ২০০১ সালে একটি ডিভিডেন্ড জারি করে। সেই সময়ে, কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ২০ টাকার ডিভিডেন্ড বিতরণ করে।

আরও পড়ুন: অনলাইনে গোল্ড কেনার আগে হয়ে যান সাবধান! বিনিয়োগকারীদের সতর্ক করল SEBI

বর্তমানে কোম্পানিটি শেয়ার বাজারে লড়াই করছে: শুক্রবার বাজার বন্ধের সময়, BSE-তে কোম্পানির শেয়ারের দাম ৩.৪২ শতাংশ কমে ৪,৫৯৫.৩৫ টাকায় বন্ধ হয়েছে। গত ৩ মাসে, কোম্পানির শেয়ারের (Share Market) দাম ১৯ শতাংশ কমেছে। এদিকে, গত বছরে শেয়ারটির দাম ৩০ শতাংশ কমেছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ৬,৭২৮.৩৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৪,২২০.০৫ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ হল ২০,৬৫২ কোটি টাকা।

আরও পড়ুন: জার্মানির প্রতিপক্ষের কাছে পরাজয়! দাবা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডি গুকেশ

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।