হিসেবে গরমিল! আদানির এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন আয়কর দফতরের, হল ২৩ কোটির জরিমানা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আয়কর বিভাগ আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি ACC লিমিটেডের ওপর ২ টি পৃথক জরিমানা আরোপ করেছে। যার মোট পরিমাণ ২৩.০৭ কোটি টাকা। কোম্পানিটি জানিয়েছে যে, তারা সংশ্লিষ্ট বিভাগের সিদ্ধান্তকে আপিল কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ করবে।

আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি ACC লিমিটেডের ওপর জরিমানা আরোপ:

উল্লেখ্য যে, ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ (Adani Group) ২০২২ সালের সেপ্টেম্বরে ৬.৪ বিলিয়ন ডলারে সুইজারল্যান্ডের হোলসিম গ্রুপ থেকে অম্বুজা সিমেন্টস এবং তার সহযোগী প্রতিষ্ঠান এসিসি লিমিটেড অধিগ্রহণ করে।

This company of Adani Group faces fine.

এদিকে, আয়কর বিভাগ ২০১৫-১৬ সালের অ্যাসেসমেন্ট বছরের জন্য আয়ের ভুল উপস্থাপনের অভিযোগে ACC সিমেন্টকে ১৪.২২ কোটি টাকা জরিমানা করেছে। এছাড়াও, ২০১৮-১৯ সালের অ্যাসেসমেন্ট বছরের জন্য আয়ের কম প্রতিবেদন দেওয়ার জন্য ৮.৮৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: কিছুতেই “ঝুঁকবে না” ভারত! শুল্কবাণের আবহে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন পুতিন

বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জের এক ফাইলিংয়ে ACC জানিয়েছে যে, কোম্পানিটি নির্ধারিত সময়সীমার মধ্যে আয়কর কমিশনারের (আপিল) কাছে আপিল দাখিল করে উভয় আদেশকেই চ্যালেঞ্জ করবে এবং সংশ্লিষ্ট আদেশের অধীনে আরোপিত জরিমানা স্থগিত করারও আবেদন করবে।

আরও পড়ুন: জমে গেল খেলা! এবার কুরশি হারাতে চলেছেন মহসিন নকভি? BCCI নিচ্ছে সবথেকে বড় পদক্ষেপ

আদানির অংশীদারিত্ব: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোম্পানিটি ১ অক্টোবর, ২০২৫ তারিখে এই জরিমানা সংক্রান্ত নোটিশ পেয়েছিল। যেখানে বলা হয় যে, এই জরিমানাগুলি তাদের আর্থিক কার্যকলাপের ওপর কোনও প্রভাব ফেলবে না। ACC হল আদানি সিমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান। যা আদানি সিমেন্টের অংশ। অম্বুজা সিমেন্ট এই কোম্পানির ৫০ শতাংশেরও বেশি শেয়ার ধারণ করে। উল্লেখ্য যে, আদানি সিমেন্ট দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। তবে, আয়কর বিভাগের নোটিসগুলি এমন সময়ের, যখন এই কোম্পানিটি আদানি গ্রুপের (Adani Group) অংশ ছিল না।