মাত্র ১ টাকায় ১ মাসের ভ্যালিডিটি! দৈনিক ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, দুর্ধর্ষ অফার এই টেলিকম সংস্থার

Published on:

Published on:

This company offering a recharge plan for just 1 rupee.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্বাধীনতা দিবসের ঠিক আগে BSNL একটি নতুন প্রিপেইড প্ল্যান (Recharge Plan) চালু করেছে। যেটি ইতিমধ্যেই সবাইকে আকৃষ্ট করছে। মূলত, ওই প্ল্যানে নতুন ব্যবহারকারীরা মাত্র 1 টাকায় 30 দিনের প্যাক পেতে পারেন। যেখানে প্রতিদিন 2 GB 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 টি SMS এবং 1 টি বিনামূল্যে 4G সিম কার্ড অন্তর্ভুক্ত রয়েছে। তবে, টেলিকম কোম্পানিটি এই প্ল্যানটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে। অর্থাৎ, বিদ্যমান ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন না।

এই প্ল্যানের (Recharge Plan) বিবরণ:

প্রসঙ্গত উল্লেখ্য যে, BSNL এই দুর্ধর্ষ প্ল্যানের (Recharge Plan) নাম দিয়েছে “ফ্রিডম অফার”। যা স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সম্পর্কিত একটি লিমিটেড পিরিয়ড প্রমোশনাল প্ল্যান হিসেবে বিবেচিত হচ্ছে। এটি 1 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত সমগ্র ভারতে পাওয়া যাবে। নতুন গ্রাহকদেরসুবিধার্থে, BSNL এই প্যাকের সঙ্গে একটি বিনামূল্যে 4G সিম কার্ডও উপলব্ধ করছে।

কীভাবে পাবেন সুবিধা: এর অর্থ হল যাঁরা সাইন আপ করবেন তাঁদের প্রথমে কোনও এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। এই প্ল্যানের (Recharge Plan) সুবিধা নেওয়ার জন্য যেকোনও BSNL রিটেলার অথবা তাঁদের কমন সার্ভিসেস সেন্টারের (CSC) কাছে যেতে হবে এবং সিমটি নিয়ে প্ল্যানটি সক্রিয় করতে হবে।

আরও পড়ুন: টোলের চিন্তা ভুলে নিশ্চিন্তে হবে সফর! মাত্র এত টাকায় “অ্যাক্টিভেট” করুন FASTag Annual Pass, জানুন পদ্ধতি

এরপরে, আপনি পরবর্তী 30 দিনের জন্য প্রতিদিন 2 GB হাই-স্পিড 4G ডেটা পাবেন। এই দৈনিক সীমার পরেও আপনি কানেক্টেড থাকতে পারবেন। তবে গতি কমে 40 kbps-এ নেমে আসবে। এদিকে BSNL এই সিমটি অনলাইনে সরবরাহ করতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। অতএব, সবচেয়ে নিরাপদ উপায় হল BSNL স্টোর বা CSC-তে গিয়ে নিজেই এটির জন্য আবেদন করা।

আরও পড়ুন: মাত্র ২ ঘণ্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ! কবে চালু হবে ভারতের প্রথম বুলেট ট্রেন? বড়সড় সুখবর দিলেন রেলমন্ত্রী

একের পর এক দুর্ধর্ষ প্ল্যান সামনে আনছে BSNL: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL-এর এহেন দুর্ধর্ষ অফার (Recharge Plan) এমন এক সময়ের সামনে এসেছে যখন এই সংস্থাটি ক্রমাগত তার গ্রাহক হারাচ্ছে। টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিগত কয়েক মাসে এই কোম্পানির মোট এবং সক্রিয় উভয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে। এমতাবস্থায়, স্বাধীনতা দিবসের আবহে এই দুর্দান্ত অফারটি নিঃসন্দেহে নতুন গ্রাহকদের আকর্ষণ করবে এবং টেলিকম সেক্টরে প্রতিযোগিতামূলক থাকার জন্য BSNL-এর প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।