কোটি কোটি গ্রাহক হবেন লাভবান! ৩০ টাকা সস্তা হল এই কোম্পানির আনলিমিটেড 5G ডেটা প্ল্যান

Published on:

Published on:

This company's recharge plan has become 30 rupees cheaper.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে হু হু করে বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম। প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থাই এই দাম বৃদ্ধি করেছে। যদিও, এই আবহে Airtel তার কোটি কোটি প্রিপেইড গ্রাহকদের বড় চমক দিয়েছে। মূলত, এই সংস্থা তাদের আনলিমিটেড 5G ডেটা সহ এন্ট্রি-লেভেল প্রিপেইড প্ল্যানটিকে আগের তুলনায় সস্তা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪০ কোটিরও বেশি গ্রাহক নিয়ে Airtel দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, সংস্থার এই রিচার্জ প্ল্যানের দাম কমে যাওয়ায় নিঃসন্দেহে লাভবান হবেন গ্রাহকেরা।

দাম কমল Airtel-এর এই রিচার্জ প্ল্যানের (Recharge Plan):

আগে Airtel-এর আনলিমিটেড 5G ডেটা সহ এয়ারটেলের এন্ট্রি-লেভেল প্ল্যানের (Recharge Plan) দাম ছিল ৩৭৯ টাকা। কিন্তু, এখন সংস্থাটি ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ৫ জি ডেটা অফার করছে। অর্থাৎ, এন্ট্রি-লেভেল আনলিমিটেড 5G ডেটা প্ল্যানটি আগের তুলনায় ৩০ টাকা সস্তা হয়ে গেছে। কোম্পানি এই প্ল্যানে 4G ডেটা সুবিধাও পরিবর্তন করেছে। এমতাবস্থায়, ৩৪৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা কী কী সুবিধা পাচ্ছেন সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

This company's recharge plan has become 30 rupees cheaper.

Airtel-এর এন্ট্রি-লেভেল আনলিমিটেড 5G ডেটা প্ল্যানেফ দাম কমল: টেলিটমটকের একটি রিপোর্ট অনুসারে, Airtel-এর এন্ট্রি-লেভেল প্রিপেইড প্ল্যান (Recharge Plan), যেটি বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা উপলব্ধ করে, এখন সেটির দাম ৩৪৯ টাকা হয়েছে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্ল্যানটিকে গ্রাহকরা এখন আনলিমিটেড ভয়েস কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি SMS এবং দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: ৩৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে হাওড়া পৌঁছবে মাত্র এত ঘণ্টায়, রেল মন্ত্রকে গেল রিপোর্ট

এদিকে, দৈনিক ডেটা কোটা শেষ হওয়ার পর, স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। প্ল্যানে অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে হ্যালোটিউনস এবং স্প্যাম কল ও SMS অ্যালার্ট। রিপোর্ট অনুযায়ী, এই প্ল্যানে এখন Airtel Extreme অ্যাপের অ্যাক্সেসও উপলব্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ফুটবল-টেনিসের এই দেশ গড়ল ইতিহাস! ২০২৬-এ খেলবে T20 বিশ্বকাপ, অবাক ক্রিকেট বিশ্ব

Airtel-এর ১৮৯ টাকার প্ল্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Airtel সম্প্রতি ২১ দিনের মেয়াদের একটি নতুন প্ল্যান (Recharge Plan) লঞ্চ করেছে। যার দাম ১৮৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা মোট ৩০০ টি SMS এবং ১ জিবি ডেটার সাথে আনলিমিটেড কল পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে, আপনাকে ইন্টারনেট ব্যবহারের জন্য ৫০ পয়সা/MB হারে চার্জ দিতে হবে। এই প্ল্যানটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাঁদের ডেটার ব্যবহারের তুলনায় কলিং বেশি প্রয়োজন।