বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার (১০ অক্টোবর) এ্যারোস্পেস কোম্পানি টেকএরা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের (Share Market) দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুক্রবার কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের শেষে, এটি ৪.৯৯ শতাংশ বেড়ে ২৭৩.৫৫ টাকায় বন্ধ হয়েছে। স্টার ইনভেস্টর আশিস কচোলিয়া সি কোম্পানির ওপর বিরাট বিনিয়োগ করেছেন।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই সংস্থার স্টক:
বোম্বে স্টক এক্সচেঞ্জে টেকএরা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ার শেয়ারের (Share Market) ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ২৭৩.৫৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ১১৫.৬০ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ ৪৫১ কোটি টাকা।
কাচোলিয়ার সঙ্গে যুক্ত একটি কোম্পানি ১.১২ লক্ষ শেয়ার কিনেছে: মূলত, আশীষ কাচোলিয়ার সঙ্গে যুক্ত একটি কোম্পানি বেঙ্গল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট একটি উল্লেখযোগ্য ক্রয় করেছে। কোম্পানিটি ওপেন মার্কেট ট্রানজাকশনের মাধ্যমে টেকইরা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ার ১.১২ লক্ষ শেয়ার (Share Market) কিনেছে।
আরও পড়ুন: রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য! এবার IPL থেকেও অবসর নিতে চলেছেন কোহলি? শুরু জল্পনা
লিস্টিংয়ের পর থেকে দাম ২৩৩ শতাংশ বেড়েছে: টেকইরা ইঞ্জিনিয়ারিংয়ের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে যে, লিস্টিংয়ের পর থেকে এই শেয়ারটি (Share Market) স্থিরভাবে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। কোম্পানির শেয়ার ৩ অক্টোবর, ২০২৪ তারিখে ৮২ টাকা প্রতি শেয়ারে লিস্টিং হয়েছিল এবং এখন এটি ২৭৩.৫৫ টাকায় লেনদেন হচ্ছে। যার অর্থ এই সময়ের মধ্যে কোম্পানির শেয়ারে ২৩৩ শতাংশ রিটার্ন মিলেছে।
আরও পড়ুন: চমকের পর চমক! মেসির পাশাপাশি ভারতে আসবেন আরও ২ কিংবদন্তি, বেজায় খুশি অনুরাগীরা
টেকএরা ইঞ্জিনিয়ারিং শেয়ারের প্রাইস হিস্ট্রি: গত সপ্তাহে এই সংস্থার শেয়ার (Share Market) ১৫.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে এই শেয়ারে ৪৯.৪৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে। গত ৩ মাসে এটি ৩৯.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বছর এখনও পর্যন্ত এই সংস্থার শেয়ার ৪১.৭৪ শতাংশ রিটার্ন মিলেছে। গত বছরে এটি ৬৩.৪৬ শতাংশ লাভ করেছে। গত বছরে কোম্পানির শেয়ার ৬৩.৪৬ শতাংশ লাভ করেছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন)