বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ সঙ্কটের সম্মুখীন হয়েছে ইন্ডিগো। যেটি থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি সংস্থা। এমতবস্থায়, ৪০০ টিরও বেশি উড়ান বাতিল হওয়ার কারণে দেশজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। এদিকে, এই সঙ্কটের প্রভাব পৌঁছে গিয়েছে শেয়ার বাজারে (Share Market)।
স্পাইসজেটের শেয়ারের (Share Market) দাম বৃদ্ধি পেয়েছে:
ইন্ডিগোর অচলাবস্থার আবহেই শুক্রবারের লেনদেনে স্পাইসজেট লিমিটেডের শেয়ারের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা স্পাইসজেটের শেয়ার কিনছেন। যার ফলে শুক্রবার ইন্ট্রা-ডে লেনদেন এই শেয়ারের দাম ৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩৩ টাকায় পৌঁছে যায়। এমতাবস্থায়, শেয়ার বাজার বন্ধের সময়ে স্পাইসজেটের শেয়ার ২.৫৪ শতাংশের বৃদ্ধির সঙ্গে ৩১.১১ টাকায় দাঁড়িয়ে থাকে।

বিস্তারিত: মিডিয়া রিপোর্ট অনুসারে, ইন্ডিগো ৪০০ টিরও বেশি উড়ান বাতিল করেছে। শুধুমাত্র দিল্লি বিমানবন্দরে ২২০ টিরও বেশি, বেঙ্গালুরুতে ১০০ টিরও বেশি এবং হায়দ্রাবাদে ৯০ টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। আরও বেশ কয়েকটি বিমানবন্দরে উড়ান বাতিল এবং বিলম্বের খবর পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে ইন্ডিগো কেবিন ক্রু সংকট এবং পরিচালনা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে। এই আবহে স্পাইসজেটের শেয়ারের লেনদেনের পরিমাণও ১.০৩ গুণ বেড়েছে।
আরও পড়ুন: রিলিজের পরেই মন খারাপ করা রাসেলকে কীভাবে KKR-এ ফেরালেন শাহরুখ? জানলে অবাক হবেন
ইন্ডিগোর শেয়ারের দাম তীব্রভাবে কমেছে: এদিকে, ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম ১.২২ শতাংশ কমে দিনের সর্বনিম্ন ৫,৩৭১.৩০ টাকায় নেমে এসেছে। গত ১ সপ্তাহে এই কোম্পানির শেয়ারে ৮.৬২ শতাংশের পতন ঘটেছে।
আরও পড়ুন: এই ২ কোম্পানির মাধ্যমেই বিপুল লক্ষ্মীলাভ করছেন মুকেশ আম্বানি! রিপোর্টে মিলল বড় তথ্য
ইতিমধ্যেই কোম্পানিটি সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (DGCA)-র কাছ থেকে অপারেশনাল রিলিফ চেয়েছে। পাইলটদের জন্য নতুন ডিউটি-আওয়ার নিয়মের কারণে বিমান সংস্থাটি সমস্যার সম্মুখীন হচ্ছে। DGCA বর্তমানে নতুন নাইট ডিউটি সংক্রান্ত নিয়ম (বিশেষ করে, রাত ১২ টা থেকে সকাল ৬ টার মধ্যে অবতরণের সময়সীমা) সাময়িকভাবে শিথিল করার জন্য ইন্ডিগোর অনুরোধ পর্যালোচনা করছে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












