বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে শেয়ার বাজার (Share Market) রীতিমতো অস্থিরতার মধ্যে রয়েছে। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক ইনডেক্স বিএসই সেনসেক্স এবং নিফটি ৫০ রেড জোনে রয়েছে। তবে এই আবহেই ইন্টারআর্ক বিল্ডিং সলিউশন লিমিটেডের শেয়ার রকেটের গতিতে এগোচ্ছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফলের পর বিনিয়োগকারীরা দলে দলে কেনাকাটা শুরু করে। যার ফলে এই শেয়ারের দাম ১৯ শতাংশেররও বেশি বেড়ে যায়। তবে, কিছু বিনিয়োগকারী এই উত্থানের সুযোগ নিয়েছিলেন। যার ফলে দাম কিছুটা কমে গেলেও সামগ্রিকভাবে শেয়ারটি এখনও শক্তিশালী অবস্থানে রয়েছেন। শুক্রবার BSE-তে এই শেয়ারের দাম ১৫.২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫২৮.২৫ টাকায় বন্ধ হয়েছে। ইন্ট্রা ডে-তে এটি ১৯.৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬১৯.০৫ টাকায় পৌঁছে যায়।
শেয়ার বাজারে (Share Market) উত্থান এই কোম্পানির স্টকে:
ইন্টারআর্ক বিল্ডিংয়ের সেপ্টেম্বর ত্রৈমাসিক কেমন ছিল: জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার ইকুইটি বাজার বন্ধ হওয়ার পর ইন্টারআর্ক বিল্ডিং সলিউশনস তাদের সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে, এই নির্মাণ সামগ্রী কোম্পানির আয় ৫২ শতাংশ বেড়ে ৪৯১.১ কোটিতে পৌঁছেছে। যেখানে অপারেটিং প্রফিট ৬৫ শতাংশ বেড়ে ৪১.৭ কোটিতে পৌঁছেছে।

এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭.৮ শতাংশ থেকে ৮.৫ শতাংশ হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত কোম্পানির মোট অর্ডার বুক ছিল ১,৬৯৫ কোটি টাকা। গত ১২ অক্টোবর CNBC-TV18-এর সঙ্গে কথা বলতে গিয়ে, সংস্থার তরফে মনীশ গর্গ জানান যে, ২০২৬ অর্থবর্ষের জন্য ১৭.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস অক্ষুণ্ণ রয়েছে। তিনি আরও বলেন যে চাহিদা শক্তিশালী রয়েছে এবং মার্জিন উন্নত হতে থাকবে।
আরও পড়ুন: অর্থনীতিতে আসবে জোয়ার! ব্যাঙ্কগুলির জন্য নতুন দিগন্ত খুলে দিল RBI, কী জানালেন গভর্নর?
শেয়ারের পারফরম্যান্স: উল্লেখ্য যে, ইন্টারআর্ক বিল্ডিং সলিউশনসের শেয়ার গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৬ অগাস্ট শেয়ার বাজারে এন্ট্রি নেয়। IPO বিনিয়োগকারীরা এটি ৯০০ টাকার মূল্যে পেয়েছিলেন। অপরদিকে, BSE এবং NSE-তে এই শেয়ারের (Share Market) দাম ছিল যথাক্রমে ১,২৯১.২০ টাকা এবং ১,২৯৯ টাকা।
আরও পড়ুন: IPL থেকে অবসর নিতে চলেছেন ধোনি? রাখঢাক না রেখে কী জানালেন CSK-র CEO?
এই শেয়ার বিনিয়োগকারীদের দুর্ধর্ষ রিটার্ন প্রদান করেছে। ইতিমধ্যেই এই শেয়ারের (Share Market) মাধ্যমে IPO বিনিয়োগকারীরা ১৯১ শতাংশ রিটার্ন পেয়েছেন। এদিকে, ইন্ডমানিতে উপলব্ধ বিবরণ অনুসারে বিশ্লেষকরা এই শেয়ারে বাই রেটিং দিয়েছেন। পাশাপাশি টার্গেট প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩,৩০০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












