বাংলাহান্ট ডেস্ক: সৌদি আরবের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে (Asim Munir)। সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আবদুল আজিজ় পদক (সর্বোচ্চ শ্রেণি) প্রদান করা হলো মুনিরকে। স্থানীয় সময় অনুযায়ী রবিবার রিয়াধে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ় আনুষ্ঠানিক ভাবে মুনিরের হাতে এই সম্মান তুলে দেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র প্রতিবেদনে জানানো হয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম তথা বাদশা সালমানের নির্দেশেই এই পদক প্রদান করা হয়েছে।
সৌদি আরবের সর্বোচ্চ সম্মানে ভূষিত পাক সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)
সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক জোরদার করতে ‘অসামান্য অবদান’-এর স্বীকৃতি হিসেবেই ফিল্ড মার্শাল মুনিরকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে যে দীর্ঘদিনের সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া রয়েছে, তা আরও গভীর করতে মুনিরের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে সৌদি বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে চরম অরাজকতা! হাদির পর আবার এক নেতাকে লক্ষ্য করে চলল গুলি
পদক প্রদান অনুষ্ঠানের পর যুবরাজ খালিদ এবং ফিল্ড মার্শাল মুনিরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। ওই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষিতে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার বিষয়েও মতবিনিময় হয়।
প্রসঙ্গত, কিং আবদুল আজিজ় পদক মোট পাঁচটি শ্রেণিতে প্রদান করা হয়— সর্বোচ্চ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এর মধ্যে সর্বোচ্চ শ্রেণির পদকটিই সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে গণ্য। সাধারণত রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানকারী বিদেশি ব্যক্তিত্বদেরই এই শ্রেণির সম্মানে ভূষিত করা হয়ে থাকে।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে উত্তেজনা! ভারতের এই মোক্ষম পদক্ষেপে ঝটকা খেল বাংলাদেশ
চলতি বছরেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, দুই দেশের যে কোনও একটির বিরুদ্ধে আগ্রাসন হলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। সাম্প্রতিক সময়ে সৌদি সামরিক নেতৃত্বের তরফে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা লক্ষ্য করা গিয়েছে। সেই প্রেক্ষাপটেই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করাকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।












