বাংলা হান্ট ডেস্ক: ১৪৪ বছরের পুণ্যতিথির পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ফিরল মহাকুম্ভ। প্রয়াগরাজের কুম্ভ মেলা (Kumbh Mela) সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা, বাদ যাননি সাধু-সন্তরাও। কেবল ভারতীয়রাই নন, ব্রাজিল, জার্মানি, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, স্পেন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। জানা গিয়েছে, ৫০ লক্ষেরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। অর্থাৎ এখন দেশজুড়ে সাজো সাজো রব। কিন্তু এই রবের মাঝেই উঠে এসেছে আশ্চর্যজনক খবর। কুম্ভ মেলা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী পাকিস্তান।
কুম্ভমেলা (Kumbh Mela) নিয়ে আগ্রহী সবচেয়ে বেশি পাকিস্তান:
সম্প্রতি জানা যাচ্ছে কুম্ভ মেলা (Kumbh Mela) নিয়ে আগ্রহী হয়ে উঠেছে পাকিস্তান। বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনই তথ্য সামনে এসেছে। আসলে ট্রেন্ডিং টপিক সার্চের কুম্ভ মেলা নিয়ে যে দেশ সবচেয়ে বেশি সার্চ করেছে সেটি হচ্ছে পাকিস্তান। শুধু পাকিস্তানই নয় এই তালিকায় নাম লিখিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন। এই ট্রেন্ডিং টপিক সার্চ করে এই দেশগুলি একেবারে তালিকার প্রথম দিকে রয়েছে।
সূত্র মারফত আরও জানা যায়, ট্রেন্ডিং এই টপিক নিয়ে নেপাল, সিঙ্গাপুর, কানাডা, আয়ারল্যান্ড, ব্রিটেন, থাইল্যান্ড ও মার্কিন নাগরিকরাও প্রচুর পরিমাণে সার্চ করছেন। কুম্ভমেলা (Kumbh Mela) নিয়ে গোটা বিশ্ববাসীর মনে আলাদাই আগ্রহ থাকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই আগ্রহ যেন আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বলাই যায় সারা পৃথিবীতেই বাড়ছে কুম্ভ মেলা নিয়ে আকর্ষণ। সেই সাথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবকে আপন করে নিয়েছে সকলেই।
আরও পড়ুনঃ কথা দিলেন অশ্বিনী বৈষ্ণব! বাংলায় কবে থেকে চালু হবে নতুন রেললাইন? সুখবর দিলেন সৌমিত্র খাঁ
মহাকুম্ভের ওয়েবসাইটে লেগেছে ভিড়: জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের ডিজিটাল ভাবনা কুম্ভ মেলাকে (Kumbha Mela) আরও সার্থক করে তুলেছে। তার কারণ মহাকুম্ভ নিয়ে নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি হল- https://kumbh.gov.in/। এই ওয়েবসাইটের মাধ্যমে মহাকুম্ভ নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ওয়েবসাইটে প্রবেশ করছে এবং বিভিন্ন ধরনের তথ্য সার্চ করছেন। এই ওয়েবসাইটে নিযুক্ত কর্মীরা জানিয়েছেন, গত ৪ জানুয়ারি পর্যন্ত ১৮৩টি দেশের ৬২০০ শহরের ৩৩ লক্ষ মানুষ এই মেলা সম্পর্কে খোঁজ নিয়েছেন। অর্থাৎ বলা যায় এই ওয়েবসাইট মানুষের জীবনে অত্যন্ত বিরাট ভূমিকা পালন করছে।
আরও পড়ুনঃ এই মাসের মধ্যে শেষ করতে হবে নির্বাচন! ক্রমশ চাপে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার, কী করবেন ইউনূস?
উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে এখন পুণ্যার্থী্দের ভিড় লেগেই থাকবে। এমনকি কুম্ভ মেলার আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি যোগী সরকার। অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার সাথেই সেখানে পালিত হচ্ছে কুম্ভ মেলা (Kumbha Mela)। আরও একটি দারুণ বিষয় হচ্ছে গুগলেও মহা কুম্ভ নিয়ে সার্চ করতেই গোলাপের পাপড়ি ঝরে পড়ছে। এত বড় উৎসবকে সম্মান জানাতেই হয়তো গুগুলের তরফ থেকে এমন উদ্যোগ।