বাংলা হান্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে প্রতিনিয়তই নিত্যনতুন রেকর্ড তৈরি হয়। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি রেকর্ডের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, আজ আমরা আপনাদের কাছে সেই দলটির বিষয়ে জানাবো যেটি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে ৫,০০,০০০ রান স্পর্শ করেছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।
টেস্ট ক্রিকেটে (Test Cricket) নজির গড়ল ইংল্যান্ড:
আসলে, বিশ্বের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে (Test Cricket) ৫,০০,০০০ রান স্পর্শ করেছে ইংল্যান্ড। এই অঙ্কে পৌঁছতে ইংল্যান্ডকে মোট ১,০৮২ টি ম্যাচ খেলতে হয়েছে এবং ৭১৭ জন খেলোয়াড় এই পরিসংখানের সাথে যুক্ত রয়েছেন। ইংল্যান্ড ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলে।
500,000 reasons to love England ❤️ pic.twitter.com/yvm1wRogeE
— England Cricket (@englandcricket) December 7, 2024
এদিকে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা দেশ হিসেবেও বিবেচিত হয় ইংল্যান্ড। এমতাবস্থায়, টেস্ট ক্রিকেটে (Test Cricket) ওই দলের রান পৌঁছে গিয়েছে ৫,০০,০০০-তে। এর পাশাপাশি অতিরিক্ত রান যোগ করলে তা বেড়ে হবে ৫,৩১,৮৬৩।
আরও পড়ুন: মহাত্মা গান্ধীকে অনুসরণ করলেন ইমরান! পাকিস্তানে দিলেন আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি, ফাঁপরে সরকার
পাশাপাশি, টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে সবচেয়ে বেশি রান করা দ্বিতীয় দলের কথা বলতে গেলে জানাতে হয় যে, এই তালিকায় রয়েছে। অস্ট্রেলিয়া। ওই দল বর্তমানে ৪,২৮,৮১৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারতের রানের বিশাল পার্থক্য রয়েছে।
আরও পড়ুন: বাউন্ডারির পর বাউন্ডারি! ক্রিজে এবার দাপট দেখালেন KKR-এর এই প্লেয়ার, IPL-এ উঠতে চলেছে ঝড়
এখনও পর্যন্ত ভারত ৫৮৬ টি টেস্ট ম্যাচে, ৩১৬ জন খেলোয়াড়ের সাহায্যে ২,৭৮,৭৫১ রান করেছে। এদিকে, যদি অতিরিক্ত রান যোগ করা হয়, তাহলে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে ২,৯৫,৮৩৩ রানে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে ওয়েলিংটনে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট (Test Cricket) চলছে এবং অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট চলছে। দুই টেস্টেই এই পরিসংখ্যানের সাথে যুক্ত হবে রান।