বছরে নেন ৬ মাসের বিশ্রাম! তবুও বেতন ২৭ কোটি! বিশ্বজুড়ে দাপট এই ক্রিকেটারের

Published on:

Published on:

This cricketer earns a salary of 27 crore rupees taking 6 months off.

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট হল খেলাধুলার এমন একটি ক্ষেত্র যেখানে প্রতিষ্ঠিত ক্রিকেটাররা (Cricketer) বিপুল অর্থ উপার্জন করতে পারেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন বিধ্বংসী ক্রিকেটারের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি বছরে ৬ মাস বিশ্রাম নিয়েও বার্ষিক ২৭ কোটি টাকারও বেশি আয় করেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, আমরা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিক ক্লাসেনের বিষয়ে বলছি। তিনি এই বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্লাসেনের একটা সাধারণ একটা ফান্ডা রয়েছে। তিনি বছরে ৬ মাস বিশ্রাম করেন। আর বাকি ৬ মাস ক্রিকেটে মনোনিবেশ করেন। ক্রিকেট মাঠে যে ৬ মাস তিনি কাটান, সেখানে তিনি বিভিন্ন T20 লিগে খেলেন।সেখান থেকেই তিনি ২৭ কোটি টাকারও বেশি আয় করেন।

হেনরিক ক্লাসেন দুর্ধর্ষ ক্রিকেটার (Cricketer):

হেনরিক ক্লাসেন বছরের কোন সময়টা ক্রিকেটকে দেন: স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠতে পারে যে, হেনরিক ক্লাসেন (Cricketer) কোন ৬ মাস বিশ্রাম এবং কোন ৬ মাস তিনি মাঠে কাটান। মূলত, হেনরিক ক্লাসেন বছরের প্রথম মাস জানুয়ারি থেকেই ব্যস্ত থাকেন। ওই মাসে তিনি SA20 লিগ খেলেন। এরপর, মার্চ থেকে মে মাস পর্যন্ত তিনি ব্যস্ত থাকেন IPL-এ। এদিকে, জুন মাসে তিনি খেলেন মেজর লিগ ক্রিকেট। এছাড়াও, জুলাই থেকে আগস্টের মধ্যে তিনি দ্য হান্ড্রেডে খেলেন।

This cricketer earns a salary of 27 crore rupees taking 6 months off.

বিভিন্ন ক্রিকেট লিগে খেলে ২৭ কোটি টাকা আয় করেন: হেনরিক ক্লাসেন (Cricketer) বিভিন্ন ক্রিকেট লিগে খেলার জন্য বেতন হিসেবে বিপুল অর্থ পান। যদি আমরা তাঁর খেলা T20 লিগের বেতন অন্তর্ভুক্ত করি, সেক্ষেত্রে সমস্ত লিগ সহ তাঁর মোট বেতন পোঁছে যায় ২৭.৩০ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: ISL নিয়ে কাটবে জট? সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পন্ন হল আলোচনা, কী জানাল ফেডারেশন?

কীভাবে এই বিপুল অর্থ উপার্জন করেন: জানুয়ারি মাসে ক্লাসেন (Cricketer) SA20-তে খেলার জন্য ৪৫ লক্ষ টাকা পর্যন্ত পান। তবে, SA20- ওর ২০২৬ নিলামে এই অর্থ বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্লাসেন IPL থেকে সর্বোচ্চ বেতন পান। IPL-এ খেলার জন্য তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ২৩ কোটি টাকা পান। এদিকে, মেজর লিগ ক্রিকেটে হেনরিক ক্লাসেনের বেতন ১.৫৩ কোটি টাকারও কিছু বেশি। এর পাশাপাশি দ্য হান্ড্রেডে খেলার জন্য তিনি ২.৩২ কোটি টাকারও কিছু বেশি বেতন পান।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জার্সিতে এবার থাকবে বিশ্ববিখ্যাত এই সংস্থার নাম? দ্রুত সিদ্ধান্ত নিতে হবে BCCI-কে

৬ মাস বিশ্রামের সময়ে তিনি কী করেন: হেনরিক ক্লাসেন (Cricketer) বছরের যে ৬ মাস বিশ্রাম নেন, সেই ৬ মাস তিনি ক্রিকেট ভুলে পরিবারের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন বিনোদনমূলক কাজকর্মের মাধ্যমে অতিবাহিত করেন।