রেল যাত্রীদের নিয়ম পালনে বাধ্য করে দিচ্ছে এই কুকুর ! দেখে হতবাক সবাই …

বাংলা হান্ট ডেস্ক : ট্রেন স্টেশনে ঢুকলেই হয় অমনি লাফ মেরে ট্রেনে ওঠা কিংবা ট্রেন থেকে লাফ দিয়ে নামা আবার রানিং ট্রেনে সঙ্গে ছুটতে ছুটতে ট্রেনে উঠে পড়া এসব হামেশাই ঘুরতে থাকে। তাই তো রেলের তরফে হাজার বার সতর্ক করে দেওয়ার সত্ত্বেও কর্ণপাত করে না কেউ আর তাতেই ঘটে যায় ভয়ংকর বিপদ। ট্রেনে পুলিশ থাকার সত্ত্বেও কথায় কান দেওয়ার প্রয়োজন মনে করে না কেউই, আর এতেই ঘটে যায় বড়সড় বিপদ।dog chennai 2

তাই যাত্রীদের সতর্ক করে জীবন রক্ষার দায় নিজের কাঁধে তুলে নিয়েছে এক সারমেয়, এমন উদাহরণ আমাদের দেশেই রয়েছে। এই বিরল ঘটনার সাক্ষী চেন্নাইয়ের পার্ক টাউন স্টেশন। সেখানেই এক উর্দিধারী পুলিশের সঙ্গে সর্বদা ঘোরা ফেরা করে এক কুকুর, স্টেশনের সমস্ত যাত্রীদের প্রতি তাঁর কড়া নজর থাকে তাই কেউ রেলের নিয়ম অমান্য করলেই সঙ্গে সঙ্গে তারস্বরে চিত্কার করে ওঠে সেই সারমেয় এবং পুলিশকে সতর্ক করে।

এই দৃশ্যের সঙ্গে পরিচিত হয়ে গেছে চেন্নাই পার্ক টাউন স্টেশনের সমস্ত যাত্রীরা। যদিও এটি পুলিশদের কুকুর নয় আসলে কয়েক বছর আগে এই কুকুরের মালিক তাকে স্টেশনে ফেলে দিয়ে চলে যায় তার পর এই স্টেশনেই তাঁর ঘরবাড়ি ভেবে থেকে গিয়েছে সেই। যদিও পরে তাঁর মালিক নিতে এসেছিলেন কিন্তু সে আর যায়নি বড় রেল পুলিশের কাছে একটা ভাল কাজ পেয়ে তাই সুখেই এই স্টেশনের মধ্যে দিন কাটাচ্ছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের মেনে চলা এবং ট্রেন আসা যাওয়া নিয়ে মাইকিং করে পুলিশ সচেতন করতে তা শুনে শুনে কয়েক দিনের মধ্যেই চিন্না মুণ্ডুর নামের ওই কুকুরটির মধ্যে পরিবর্তন আসে এর পর কেউ ট্রেনে চলন্ত অবস্থায় উঠলে কেউ লাইন পারাপার করলে সঙ্গে সঙ্গেই চিত্কার করে ওঠে।

 

সম্পর্কিত খবর