শেষ সুযোগ বিরাট কোহলির কাছে, কিছু ভুল হলেই এই অভিজ্ঞ ক্রিকেটার কেড়ে নেবেন ভারতীয় দলের অধিনায়কত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই মাসেই খুব বড় সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। এই সিরিজটি অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ সিরিজও হতে পারে। বিশেষ করে বিরাটের ওয়ান ডে অধিনায়কত্ব নির্ভর করছে এই সিরিজের ওপর। বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে একটি ভুল হয়তো বিরাটের অধিনায়কত্ব কেড়ে নেবে।

দক্ষিণ আফ্রিকা সফরে, সকলের চোখ থাকবে বিরাট কোহলির দিকে কারণ এটি ওয়ান ডে অধিনায়ক হিসেবে তার জন্য শেষ সিরিজও হতে পারে। ১৯ শে জানুয়ারি থেকে সিরিজ শুরু হওয়ার কারণে ওয়ান ডে দল এখনই হয়তো ঘোষণা করা হবে না। ওয়ান ডে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই ইতিমধ্যেই ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে এই সিরিজে ফল ইতিবাচক না হলে বিরাটকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বিশ্বকাপের পরেই টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট।

IMG 20210916 205139

দক্ষিণ আফ্রিকায় ভারতের তিনটি একদিনের ম্যাচ খেলতে হবে। এখন প্রশ্ন সাদা বলের দুই ফরম্যাটে দুই অধিনায়কের প্রয়োজন আছে কিনা, সেই নিয়ে ভাবছে বিসিসিআই। রোহিত শর্মা ইতিমধ্যেই টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে, বিসিসিআই সীমিত ওভারের ফরম্যাটে একজন নতুন অধিনায়ককে নিয়োগ করা উচিত কিনা সেই নিয়ে ভেবে দেখছে।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআই সম্প্রতি জানিয়েছে যে, এই মুহূর্তে বিরাটের পক্ষে ওয়ান ডে অধিনায়কত্ব ধরে রাখা কঠিন ব্যাপার। তবে এ বছর খুব কম ওয়ান ডে ম্যাচ আছে তাই বোর্ডের কাছে ওয়ান ডে খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে। এমন পরিস্থিতিতে, এই সিদ্ধান্তের সাথে যুক্ত বেশিরভাগ লোকেরা মনে করেন যে এই দায়িত্বটি রোহিতের কাছে হস্তান্তর করা উচিত যাতে তিনি ২০২৩ সালের আগে দলকে নিজের মতো করে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সময় পান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর