এই বিশ্ব বিখ্যাত বাঁহাতি বোলার ও তার স্ত্রী করছেন সিনেমা? “মানিব্যাক গ্যারান্টি”

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক:  তিনি বাঁহাতি পেসার হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন তার একটা সুইং যেভাবে ব্যাটসম্যানকে ঘায়েল করত তা জানবার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হবার দরকার নেই। এবার সিনেমায় অভিনয় করবেন ওয়াসিম আক্রম। সঙ্গে জুটি বেঁধে নামবেন তাঁর স্ত্রীও। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আক্রমের এ বার পা বাড়াচ্ছেন সিনেমার জগতে। শুধু ওয়াসিম নন, একই ছবিতে তাঁর স্ত্রী শানিয়েরাকেও দেখা যাবে। হ্যাঁ দাম্পত্য জীবনের এই যুগল কি পরিমান ছাপ রাখতে পারে তা এখনো দর্শকমহলে উপরে নির্ভর করছে।


সূত্রের খবর, চিত্র পরিচালক ফয়জল কুরেশির ছবিতে সস্ত্রীক দেখা যাবে আক্রমকে। সিনেমার নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’। ছবির শুটিং নভেম্বর থেকে শুরু হবার কথা। মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খান কে। আপাদমস্তক কমেডি ছবি। পরিচালকের দাবি, হাসতে হাসতে দম ফাটবে। তবে পাকিস্তানের যেরকম সিনেমার বাজার সেখানে কতখানি ব্যবসা করতে পারবে এই সিনেমাটা টা জনপ্রিয় তা কিন্তু অনেকটাই সন্দিহান। ফয়জল কুরেশি এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

সম্পর্কিত খবর

X