বাংলা হান্ট ডেস্ক : আমাদের দেশের কিংবদন্তি গায়িকাদের তালিকা তৈরি করলে সবার প্রথমে যে নামটা আসবে তা হল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। এক কথায় সকলে প্রণাম জানান এই ব্যক্তিত্বকে। কারণ তিনি কেবল একজন গায়িকাই ছিলেননা, তিনি হলেন দেশের রত্ন। দীর্ঘ কেরিয়ারে তার ঝুলিতে এসেছে ভারত রত্ন থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকের মত সম্মান। ৩৬ টি ভাষায় ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন ‘নাইটেঙ্গল অফ ইন্ডিয়া’।
আর সঙ্গীত প্রেমীদের কাছে তিনি তো সাক্ষাৎ সরস্বতী। এই কিংবদন্তি গায়িকারই এক পাগল ভক্ত রয়েছেন। আর তার নাম হল রাজীব দেশমুখ। লতার যে কোনও কনসার্টেই উপস্থিত থাকতেন তিনি। তার ভক্তি এতটাই যে তিনি নিজের বাড়িতেই লতার নামে মন্দির তৈরি করেছেন তিনি। এমনকি প্রয়াত গায়িকার নামে পুজোও দেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। সেই গায়িকার প্রথম মৃত্যুবার্ষিকীতে মন্দিরটি তৈরি করেছেন রাজীব দেশমুখ। সেই মন্দিরের ভেতরে রয়েছে লতা মঙ্গেশকরের একটি মূর্তি। রোজ নিয়ম মেনে সেই মূর্তির পূজা করা হয়। নিয়ম করে লতার মূর্তির গলায় মালা দেওয়া হয়। এমনকি রাজীব নিজের কণ্ঠে রেকর্ড করা একটি গানও চালান তিনি।
আরও পড়ুন : শাহরুখ অভিনীত এত ছবির মধ্যে গৌরীর মন ছুঁয়েছে মাত্র একটি! নাম জানলে আপনিও চমকে যাবেন
একদা এক সাক্ষাৎকারে লতার প্রতি সম্মান জানিয়ে রাজীব বলেছিলেন, তিনি যখন ক্লাস সেভেনে পড়তেন তখন লতার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়ে মুম্বাই পৌঁছে যান। যদিও সেবার পুলিশ তাকে রাস্তায় একা দেখে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসেন। এরপর ১৯৮২ সালে লতার একটি অনুষ্ঠান দেখার জন্য রাজীব পৌঁছে যান বিদেশে। তবে সেবারও দেখা আর হয়নি।
আরও পড়ুন : মেয়ের মৃত্যুশোক কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে অ্যালবার্ট কাবো! ভাইরাল ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া
তবে ভাগ্যে সিকে ছেড়ে ১৯৮৭ সালে। সেবার প্রথম লতাকে কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। আর সেই সাক্ষাৎকারেই তিনি জানান যে, এই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তার পূর্ণ হয়েছে। এই প্রসঙ্গে রাজীবের স্ত্রী শুভাঙ্গী বলেন, লতা মঙ্গেশকর তাদের কাছে কোনও দেবীর চেয়ে কম ছিলেননা। তাদের বাড়ির হলঘরেও লতা মঙ্গেশকরের ছবি টাঙানো রয়েছে।