বাংলা হান্ট ডেস্ক : বড় পর্দায় একাই রাম-রাবণ (Ram-Ravan) হয়েছিলেন এই অভিনেতা। প্রত্যেক ভারতীয় হিন্দুদের কাছে দশেরা অর্থাৎ বিজয়া দশমীর গুরুত্ব অপরিসীম। কথিত আছে এই দিনেই লঙ্কার রাজা রাবণকে বধ করে দুষ্টের বিনাশ করেছিলেন অযোধ্যার রাজা রাম। পরবর্তীকালে রামায়ণ বর্ণিত এই রাম-রাবণের যুদ্ধ নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে বড় পর্দায়। ছোট পর্দাতেও তৈরি হয়েছে একাধিক সিরিয়াল।
একাই অভিনয় করেছেন রাম-রাবণের (Ram-Ravan) চরিত্রে
পৌরাণিক এই মহাকাব্যে বর্ণিত রাম কিংবা রাবণের (Ram-Ravan) চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। বেশিরভাগ সময়েই পর্দায় রাম-রাবণের (Ram-Ravan) চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আলাদা আলাদা অভিনেতাদের। কিন্তু ভারতীয় সিনেমা জগতে এমন একজন অভিনেতা রয়েছেন যিনি একাই অভিনয় করেছেন রাম এবং রাবণ (Ram-Ravan) উভয়ের চরিত্রে।
শুধু তাই নয় মোট ১৭ বার অর্থাৎ ১৭ টি সিনেমায় তিনি কৃষ্ণের চরিত্রেও অভিনয় করেছেন। সময়ের সাথে সাথে অনুরাগীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ১৯৭০ সালে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তাঁর ৬ টির বেশি মন্দির নির্মাণ করা হয়েছিল। সেখানে এই অভিনেতাকে আজও রাম আবার কখনও কৃষ্ণ রূপে পুজো করা হয়।
আরও পড়ুন : আমার মনের মানুষ আমার সবচেয়ে বড় ফ্যান! নিজের মুখেই সিক্রেট ফাঁস করলেন সায়ন
এই অভিনেতা আর কেউ নন তিনি হলেন স্বয়ং তেলেগু সুপারস্টার এনটিআর রামা রাও (NTR Rama Rao)। ভক্তরা তাঁকে ভগবান রূপে পুজো করলেও এই বিষয়টা নিয়ে একেবারেই খুশি ছিলেন না এনটিআর।