IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে এই ৫ দল! KKR তালিকায় কত নম্বরে? জানলে অবাক হবেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতীক্ষার আর মাত্র তিনটে দিন। তারপরেই ফের একবার দুর্দান্ত ভাবে আরম্ভ হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণ। একই দেশের একাধিক মহতারকারা একে অপরের বিরুদ্ধে দ্বৈরথে লিপ্ত হবেন। আর সেই দ্বৈরথের আনন্দ উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। আমাদের এই বিশেষ প্রতিবেদন আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা পাঁচটি দলকে কেন্দ্র করে। প্রসঙ্গত এই প্রতিবেদনের যাবতীয় তথ্য ২০২৩ আইপিএল শুরু হওয়ার আগে অবধি সীমাবদ্ধ।

1614347538 kkr

৫. কলকাতা নাইট রাইডার্স (KKR): আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার দিক দিয়ে দেখতে গেলে পঞ্চম স্থানে রয়েছে কলকাতার ফ্র‍্যাঞ্চাইজিটি। মিলিয়ন ডলার লিগে মোট ১২২৬টি ছক্কা মেরেছেন কেকেআরের ব্যাটাররা। এই দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।

csk win

৪. চেন্নাই সুপার কিংস (CSK): চতুর্থ স্থানে রয়েছে চারবার আইপিএল জেতা ফ্র‍্যাঞ্চাইজি, চেন্নাই সুপার কিংস। আইপিএল এর ইতিহাসে তাদের নামের পাশে এখনো পর্যন্ত রয়েছে ১২৬৮টি ছক্কা। এই ফ্র‍্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

KL Rahul with his team Kings XI Punjab during the Super Over vs Mumbai Indians in match 36 of IPL 2020©IPL Twitter

 

৩. পাঞ্জাব কিংস (PBKS): একসময় কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত হওয়া প্রীতি জিন্টার এই ফ্র‍্যাঞ্চাইজি বর্তমানে পাঞ্জাব কিংস নাম নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এখনো পর্যন্ত খুব বেশি তারকা এই দলে দীর্ঘকাল নিয়মিত খেলে যাননি। তবুও তাদের নামের পাশে রয়েছে ১২৭৬টি ছক্কা মারার রেকর্ড।

rcb bcci1 45

২. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB): আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সুপার স্টারদের নিয়ে গড়া এই দল এই বিশেষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দিলশান, কোহলি, ডিভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, ম্যাক্সওয়েলের মতো একাধিক কিংবদন্তি ক্রিকেটার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামের পাশে। গোটা আইপিএল ইতিহাসে ১৩৭৭টি ছক্কা মেরেছে দলটি।

mi new

১. মুম্বাই ইন্ডিয়ান্স (MI): আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল এই তালিকাতে প্রথম স্থানে রয়েছে। মোট পাঁচবার আইপিএল ট্রফি জেতা দলটি সব টুর্নামেন্ট মিলিয়ে ছক্কা মেরেছে ১৪০৮টি। এই দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর