কুলারের চেয়েও কম খরচ হবে বিদ্যুৎ! মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বাজারে এল এই দুর্দান্ত AC

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ইতিমধ্যেই গরমের আবহ শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গ্রীষ্মের (Summer) আগমনের ঠিক আগে আগেই রোদের তীব্র দাপটে কাবু হতে শুরু করেছে মানুষ। পাশাপাশি, চলতি বছরে গ্রীষ্মের প্রাবল্য যে রীতিমতো কালঘাম ছুটিয়ে দেবে সেটাও ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে, বছরের এই সময়টাতে গরমের হাত থেকে বাঁচতে হু হু করে বৃদ্ধি পায় AC-র চাহিদা।

তবে, এই সময়ে আপনি যদি এক টনের একটি ভালো এয়ার কন্ডিশনার কিনতে চান, সেক্ষেত্রে খরচ পড়বে কমপক্ষে ৩০ হাজার টাকা। এমতাবস্থায়, অনেকেই এই বিপুল খরচের জেরে AC কেনার পরিকল্পনা ত্যাগ করেন। কিন্তু, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি AC-র প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বাজারে নিয়ে আসা হয়েছে মধ্যবিত্তদের কথা ভেবেই। কারণ, এই AC-র দাম অনেকটাই কম। পাশাপাশি, এটি চালালে কুলারের চেয়েও কম খরচ হয়।

গুজরাটের Tupik নামের একটি সংস্থা এই AC-টি তৈরি করেছে। যা নামমাত্র বিদ্যুতে চলে। এই AC মাত্র ৪০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ দেখতে গেলে একটি কুলারও একই পরিমান বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি,Tupik AC-র ওজন হল ১৩ কেজি। এছাড়াও, এটি একটি কম্প্যাক্ট সাইজের মাধ্যমে আসে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই AC ইন্সটল করার জন্য কোনো বিশেষ তারের বা ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় না। বরং, আপনি নিজেই এটি সেট করতে পারেন।

উল্লেখ্য যে, Tupik হল হল একটি বেড AC। যেটি ডাবল বেড বা সিঙ্গেল বেডে লাগানো যায়। এমতাবস্থায়, কোম্পানি সূত্রে দাবি করা হয়েছে যে, এই AC প্যাডেস্টাল ফ্যানের চেয়ে কম শব্দ করে। শুধু তাই নয়, আপনি এটি আপনার বিছানার আকার অনুযায়ীও সেট করতে পারেন। জানিয়ে রাখি যে, সাধারণ এয়ার কন্ডিশনারগুলির মতো, Tupik-ও বাতাসকে ঠান্ডা করতে R134 রেফ্রিজারেন্ট ব্যবহার করে। এটি সম্পূর্ণ ইকো-ফ্রেন্ডলি AC। তাই, এই AC ব্যবহার করতে হলে বাড়ির জানালা-দরজা বন্ধ করতে হয় না। বরং, জানালা খুলে রাখলে এই AC আরও ভালো কাজ করে।

যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম: আপনি Tupik AC-টিকে গ্রীষ্ম, বর্ষা এবং শীতের সময়েও ব্যবহার করতে পারেন। অর্থাৎ, এই AC টি সব আবহাওয়ায় কার্যকর। এটি শীতকালে আপনাকে উষ্ণ রাখতেও সাহায্য করবে। পাশাপাশি, গরমকালে এটি চালানোর ৩ মিনিটের মধ্যে, কম্প্রেসার শীতল বাতাস দিতে শুরু করে। এই এয়ার কন্ডিশনারটি ৯ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত শীতল তাপমাত্রা প্রদান করতে সক্ষম। এছাড়াও, কোম্পানির তরফে বলা হয়েছে যে, এই AC ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও কাজ করতে পারে।

UPS ইনভার্টারে চলতে সক্ষম: প্রসঙ্গত উল্লেখ্য যে, Tupik AC চালাতে শুধু বিদ্যুতের প্রয়োজন হয়। পাশাপাশি, এই AC জেনারেটর, UPS, ব্যাটারি, সোলার পাওয়ার থেকেও চালানো যায়। শুধু তাই নয়, এটি পরিষ্কার করাও অত্যন্ত সহজ।

tupik design cooling (1)

দাম কত: এবারে আসি দামের প্রসঙ্গে। জানিয়ে রাখি যে, Tupik AC-র দু’টি মডেল রয়েছে। একটি মডেল হল সিঙ্গেল বেডের জন্য এবং অন্যটি ডাবল বেডের জন্য ডিজাইন করা হয়েছে। উভয় মডেলের দাম হল যথাক্রমে ১৭,৯৯০ এবং ১৯,৯৯০ টাকা। এই AC-তে সংস্থার তরফে এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর