বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ভাই অনিল আম্বানির (Anil Ambani) কোম্পানি রিলায়েন্স ক্যাপিটালের (Reliance Capital) নিলামে সবচেয়ে বড় দরদাতার নাম সামনে এসেছে। প্রবল ঋণে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটালের রেজোলিউশন প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত নিলামে টরেন্ট গ্রুপ (Torrent Group) গত বুধবার সর্বোচ্চ বিড করেছে। এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে, আহমেদাবাদ-ভিত্তিক টরেন্ট গ্রুপ অনিল আম্বানি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত এই নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি (এনবিএফসি) অধিগ্রহণের জন্য ৮,৬৪০ কোটি টাকার বিড করেছে।
হিন্দুজা গ্রুপ দ্বিতীয় বৃহত্তম বিড করেছে: মূলত, টরেন্ট গ্রুপের প্রমোটার এন্টিটিগুলি রিলায়েন্স ক্যাপিটাল কেনার জন্য এই অফার দিয়েছে। ব্যাঙ্কিং সূত্রের মতে, হিন্দুজা গ্রুপও এই কোম্পানিকে কেনার জন্য নিলামে অংশ নিয়েছিল। পাশাপাশি, তারা ৮,১৫০ কোটি টাকার অফার করেছিল। কিন্তু টরেন্ট গ্রুপ তার উচ্চ দর দিয়ে শেষ পর্যন্ত জিতে যায়।
কসমিয়া-পিরামল টাই-আপ ইতিমধ্যেই বিডিং প্রক্রিয়ার বাইরে: এই প্রসঙ্গে ব্যাঙ্কিং সূত্র জানিয়েছে যে, কসমিয়া-পিরামল জোট ইতিমধ্যেই বিডিং প্রক্রিয়ার বাইরে ছিল। সূত্রের মতে, ঋণদাতাদের কমিটি (সিওসি) নিলামের জন্য ৬,৫০০ কোটি টাকার কম মূল্যসীমা নির্ধারণ করেছিল। এমতাবস্থায়, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-এর একটি আদেশ অনুসারে, ঋণদাতাদের আগামী ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে রিলায়েন্স ক্যাপিটালের রেজোলিউশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
টরেন্ট গ্রুপ কিভাবে লাভবান হবে: এই নিলামে জয়ী হওয়ার ফলে টরেন্ট গ্রুপ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে ভালো সুবিধা পাবে। কারণ এর ফলে টরেন্ট গ্রুপ রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সে ১০০ শতাংশ অংশীদারিত্ব পাবে। এছাড়াও, টরেন্ট অন্যান্য অ্যাসেটের সাথে রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সেও ৫১ শতাংশ শেয়ার পাবে।
টরেন্ট গ্রুপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২১ হাজার কোটি টাকার টরেন্ট গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ৫৬ বছর বয়সি সমীর মেহতা। তাঁর নেতৃত্বে গ্রুপটি বেশ কিছু কৌশলগত উদ্যোগ নিয়েছে এবং নতুন সেক্টরে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ, টরেন্ট গ্রুপ বিদ্যুৎ এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও নিজের উপস্থিতি বজায় রেখেছে। এছাড়াও, টরেন্ট গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি টরেন্ট ফার্মাসিউটিক্যালস, ভারতের শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, বর্তমানে রিলায়েন্স ক্যাপিটাল কেনার পর এই গ্রুপের আর্থিক পরিষেবার ক্ষেত্রে এগিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে।