কলকাতা থেকে এবার ১ ঘন্টায় শিলিগুড়ি, বিমানকেও হার মানাবে বিশ্বের দ্রুততম ট্রেন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছুটবে না, আক্ষরিক অর্থেই এবার ‘উড়বে’ ট্রেন (Train)। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে এবার লাগবে মোটে ১ ঘন্টা। বিমানের থেকেও দ্রুত গতিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিশ্বের দ্রুততম ট্রেন। ট্রেনের (Train) গতি এতটাই বেশি যে চক্ষের নিমেষে পৌঁছে যাবে গন্তব্যে। তাও আবার কোনও ঝক্কি ঝঞ্ঝাট ছাড়াই।

এসে গেল বিশ্বের দ্রুততম গতির ট্রেন (Train)!

ট্রেনের গতি বাড়াতে নিত্যনতুন প্রযুক্তি আসছে। এক একটি ট্রেনের (Train) গতি হতভম্ব করে দিচ্ছে সবাইকে। জাপানের বুলেট ট্রেন রয়েছে বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেনের (Train) তালিকায় শীর্ষের দিকে। তবে এবার বুলেটের গতিকেও চ্যালেঞ্জ জানাতে হাজির আরও এক নতুন ট্রেন।

This high speed train will reach kolkata to siliguri in 1 hour

কত স্পিড তুলতে পারবে ট্রেনটি: বিশ্বের দ্রুততম এই ট্রেনের (Train) স্পিড ৬০০ কিমি প্রতি ঘন্টা। সর্বোচ্চ ১০০০ কিমি পর্যন্ত স্পিড তুলতে পারে এই ট্রেন, যেখানে বেশ কিছু দ্রুতগতির বিমানের স্পিড ঘন্টায় ৮৮৫ থেকে ৯২৫ কিমি। অর্থাৎ বিমানের থেকেও দ্রুত ছুটবে এই ট্রেন (Train)।

আরও পড়ুন : হিন্দি গানে জমিয়ে নাচ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানীর! ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা যা বললেন….

কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে: বিশেষ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ট্রেনে, যার জন্য কার্যত লাইনের উপর দিয়ে উড়ে উড়েই যাবে ট্রেনটি (Train)। আসলে বিশেষ ‘ম্যাগলেভ’ (Maglev) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ট্রেনে। বিশেষ প্রযুক্তিতে তৈরি ভ্যাকুয়াম লাইনে পরীক্ষা করা হয়েছে ট্রেনের (Train)। এই লাইনের বিশেষত্ব হল, ভ্যাকুয়াম হওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ হবে না। লাইনের কিছুটা উপর দিয়ে ‘উড়বে’ ট্রেন (Train)। তেমন কোনও শব্দও হবে না। ফলে সফর হবে আরামদায়ক।

আরও পড়ুন : ‘মর্ফড’ ভিডিও ছড়িয়ে ফাঁসানোর চেষ্টা, সাহেবের পর এবার নিশানায় ঋত্বিক! সাইবার সেলের দ্বারস্থ ‘আদিদেব’

চিনের এই ‘ম্যাগলেভ’ ট্রেনের (Train) গতি এতদিন ছিল ঘন্টায় ৪৩০ থেকে ৬০০ কিমি। কিন্তু এবার গতি বাড়ানো হয়েছে আরও। ফলত বিমানকেও এখন টক্কর দিতে পারবে এই ট্রেন। দূরের গন্তব্যে পৌঁছানোর জন্য সময় বাঁচাতে খুবই কার্যকরী হবে এই ম্যাগলেভ ট্রেন।