বাংলাহান্ট ডেস্ক : হোটেলে (Hotel) খাওয়া দাওয়া করতে কে না পছন্দ করেন। এমনিতেই ভোজনরসিক মানুষের অভাব নেই। ওজন বাড়ার কথা চিন্তা না করেই অনেকে শুধু ভালো খাবারে মন দিতে পছন্দ করেন। আবার এমন মানুষও আছেন, যারা স্বাস্থ্য সচেতন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভোজনরসিক। এই দুই ধরণের মানুষই হোটেলের (Hotel) খাবার পছন্দ করে থাকেন। এমনকি পছন্দের রেস্তোরাঁয় খাওয়ার জন্য লম্বা দূরত্ব অতিক্রম করতেও দুবার ভাবেন না খাদ্য প্রেমীরা।
বিনামূল্যে খাবার মেলে এই হোটেলে (Hotel)
বাড়ির খাবারে ঘরোয়া ছোঁয়া লেগে থাকলেও মাঝে মধ্যে স্বাদ বদল করতে অনেকেই হোটেলের (Hotel) দ্বারস্থ হন। তবে নিয়মিত হোটেল রেস্তোরাঁর খাবার খাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ খাবার দাবারের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলের খাবারের দামটাও অনেক ক্ষেত্রেই হয় চড়া। তা সকলের পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সবসময়। তবে জানেন কি, এমন একটি হোটেল (Hotel) রয়েছে যেখানে বিনামূল্যে (Free Food) পাওয়া যায় খাবার? শুধু মানতে হবে ছোট্ট একটি শর্ত।
আরো পড়ুন : Sandip Ghosh: দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ, ‘কৌশিকী অমাবস্যার পাঁঠা বলি’, খোঁচা ইউটিউবারের
কোথায় রয়েছে এই রেস্তোরাঁ
জানলে অবাক হবেন, জাপানে রয়েছে এই ব্যতিক্রমী হোটেল (Hotel)। টোকিওর মিরাই শিকোডু রেস্তোরাঁয় পাওয়া যায় বিনামূল্যে খাবার। এই হোটেলের নামের অর্থ হল ভবিষ্যতের রেস্তোরাঁ। দীর্ঘদিন ধরেই বিনামূল্যে খাবার দেওয়ার জন্য জাপানে জনপ্রিয় এই রেস্তোরাঁ। এই হোটেলে (Hotel) ফ্রি তে খাবার খেতে গেলে শুধু করতে হবে একটিমাত্র। এখানে ৫০ মিনিটের শিফটে কাজ করলেই পাওয়া যাবে পছন্দ মতো সুস্বাদু খাবার, তাও আবার বিনামূল্যে।
আরো পড়ুন : Anushka Sharma: একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, দীপিকার সঙ্গে তুলনা টানতেই তেড়ে গেলেন অনুষ্কা
জানা যায়, এখনো পর্যন্ত ১০০ র ও বেশি মানুষ এই রেস্তোরাঁয় এসেছেন শিফটে কাজ করতে। নিজেদের সুবিধা মতো কাজ বেছে নেন তারা। নিজেদের ভাগের কাজ শেষ হতেই পেয়ে যান বিনামূল্যে খাবার। এখানে শিফটে কাজ করেন মানুষ। অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার জন্য মিল টিকিটও পাওয়া যায়।
হঠাৎ এমন ভাবনা কেন
জাপানের এই হোটেলের (Hotel) শেফ বলেন, ভালো সুস্বাদু খাবারের উপরে সকলেরই অধিকার রয়েছে। তাঁর মতে, অর্থ না থাকলেই যে খাবার পাওয়া যাবে না এর কোনো মানে নেই। তিনি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে সবার অবারিত দ্বার। তিনি আরো জানান, অনেক পড়ুয়াই টাকা সাশ্রয় করার জন্য এই হোটেলে এসে নিজের ভাগের কাজ করে বিনামূল্যে খাবার খেয়ে থাকেন।